Bangla

সারা নতুন ভূমিকায়

ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর এখন নতুন ভূমিকায়। তাকে ভারতে অস্ট্রেলিয়ার পর্যটন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে।

Bangla

পর্যটকদের আকর্ষণ করাই লক্ষ্য

সারাকে নিয়ে দেশে আরও বেশি ভারতীয় পর্যটকদের আকর্ষণ করাই অস্ট্রেলিয়ার লক্ষ্য।

Image credits: own insta
Bangla

দুই বছরের চুক্তি

আগামী দুই বছরের জন্য সারা অস্ট্রেলিয়ান পর্যটন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন।

Image credits: own insta
Bangla

মডেলিংয়েও সক্রিয়

মেডিকেল ডিগ্রি সম্পন্ন সারা তেন্ডুলকর মডেলিং এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার হিসেবেও কাজ করছেন।

Image credits: own insta
Bangla

কত পারিশ্রমিক?

অস্ট্রেলিয়ার টেলিভিশন বিজ্ঞাপনেও সারা অভিনয় করবেন। সারা কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন সে তথ্য এখনও প্রকাশিত হয়নি।

Image credits: own insta
Bangla

১৩০ মিলিয়ন ডলারের প্রকল্প

বিদেশিদের দেশে আকৃষ্ট করতে ১৩০ মিলিয়ন ডলার (১১৪০ কোটি টাকা) প্রকল্প পরিকল্পনা করছে অস্ট্রেলিয়ান সরকার।

Image credits: own insta
Bangla

অন্যান্য দেশেও প্রচার

চীন, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান সহ বিভিন্ন দেশের পর্যটকদের অস্ট্রেলিয়ায় আনার লক্ষ্যে এই প্রচারণা শুরু হচ্ছে পরশু চীনে।

Image credits: insta/saratendulkar_ig
Bangla

প্রচারণায় তারকারা

সারা ছাড়াও অস্ট্রেলিয়ান বন্যপ্রাণী সংরক্ষণবিদ রবার্ট ইরভিন, অভিনেতা ইয়োশ ইউ, ব্রিটেনের খ্যাতনামা ফুড ব্লগার নিজেলা লসন প্রমুখ এই প্রচারণার অংশ।

Image credits: Instagram own

ওভালে যে সমস্ত ভারতীয় তারকারা দুর্দান্ত পারফর্ম করেছেন

Shubman Gill: গুভমান গিলের সম্পত্তি পরিমাণ জানেন?

ইংল্যান্ডের পাঁচ সুন্দরী মহিলা ক্রিকেটারকে চেনেন?

T20-তে সর্বোচ্চ শতরানকারী ৫ ব্যাটসম্যান কারা?