ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর এখন নতুন ভূমিকায়। তাকে ভারতে অস্ট্রেলিয়ার পর্যটন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে।
Cricket Aug 06 2025
Author: Subhankar Das Image Credits:Instagram
Bangla
পর্যটকদের আকর্ষণ করাই লক্ষ্য
সারাকে নিয়ে দেশে আরও বেশি ভারতীয় পর্যটকদের আকর্ষণ করাই অস্ট্রেলিয়ার লক্ষ্য।
Image credits: own insta
Bangla
দুই বছরের চুক্তি
আগামী দুই বছরের জন্য সারা অস্ট্রেলিয়ান পর্যটন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন।
Image credits: own insta
Bangla
মডেলিংয়েও সক্রিয়
মেডিকেল ডিগ্রি সম্পন্ন সারা তেন্ডুলকর মডেলিং এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার হিসেবেও কাজ করছেন।
Image credits: own insta
Bangla
কত পারিশ্রমিক?
অস্ট্রেলিয়ার টেলিভিশন বিজ্ঞাপনেও সারা অভিনয় করবেন। সারা কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন সে তথ্য এখনও প্রকাশিত হয়নি।
Image credits: own insta
Bangla
১৩০ মিলিয়ন ডলারের প্রকল্প
বিদেশিদের দেশে আকৃষ্ট করতে ১৩০ মিলিয়ন ডলার (১১৪০ কোটি টাকা) প্রকল্প পরিকল্পনা করছে অস্ট্রেলিয়ান সরকার।
Image credits: own insta
Bangla
অন্যান্য দেশেও প্রচার
চীন, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান সহ বিভিন্ন দেশের পর্যটকদের অস্ট্রেলিয়ায় আনার লক্ষ্যে এই প্রচারণা শুরু হচ্ছে পরশু চীনে।
Image credits: insta/saratendulkar_ig
Bangla
প্রচারণায় তারকারা
সারা ছাড়াও অস্ট্রেলিয়ান বন্যপ্রাণী সংরক্ষণবিদ রবার্ট ইরভিন, অভিনেতা ইয়োশ ইউ, ব্রিটেনের খ্যাতনামা ফুড ব্লগার নিজেলা লসন প্রমুখ এই প্রচারণার অংশ।