Bangla

ওডিআই খেললেও বিসিসিআই থেকে কোটি কোটি টাকা বেতন পান শ্রেয়স আইয়ার

শ্রেয়স আইয়ার একজন ভারতীয় ক্রিকেটার।
Bangla

আইপিএলে শ্রেয়স আইয়ারের জয়জয়কার

শ্রেয়স আইয়ারের আইপিএলে জয়জয়কার অব্যাহত। বিগত মরসুমে তিনি তার অধিনায়কত্বে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন এবং এখন আইপিএল ২০২৫-এ পিবিএসকে প্লে-অফে পৌঁছে দিয়েছেন।

Image credits: own insta
Bangla

ব্যাট দিয়ে দুর্দান্ত পারফরম্যান্স

শুধু অধিনায়কত্বেই নয়, বরং শ্রেয়স আইয়ার তার ব্যাট দিয়েও মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করছেন। ধারাবাহিকভাবে তার ব্যাট থেকে অধিনায়কত্বের ইনিংস বেরিয়ে আসছে।

Image credits: own insta
Bangla

আয়ের দিক থেকেও হিট

শ্রেয়স আইয়ার শুধুমাত্র খেলাতেই নয়, বরং আয়ের দিক থেকেও অনেক এগিয়ে গেছেন। দিন দিন তার আয় বৃদ্ধি পাচ্ছে।

Image credits: own insta
Bangla

বিসিসিআই সেন্ট্রাল চুক্তিতে কোন গ্রেডে আছেন?

শ্রেয়স আইয়ারকে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই-এর সেন্ট্রাল চুক্তির গ্রেড বি-তে রাখা হয়েছে। বাইরে যাওয়ার পর তাকে আবার সুযোগ দেওয়া হয়েছে।

Image credits: own insta
Bangla

কত বেতন পান শ্রেয়স?

বিসিসিআই-এর সেন্ট্রাল চুক্তির গ্রেড বি-তে থাকা শ্রেয়স আইয়ারকে বার্ষিক ৩ কোটি টাকা দেওয়া হয়। আগেও তিনি একই বেতন পেতেন।

Image credits: own insta
Bangla

তিন ফরম্যাট মিলিয়ে বেতন

যদিও শ্রেয়স আইয়ার টেস্ট এবং টি-টোয়েন্টি খুব বেশি খেলছেন না। তাকে ওয়ানডেতে বেশি সুযোগ দেওয়া হচ্ছে। 

Image credits: own insta
Bangla

ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে আয়

টেস্টের জন্য ১৫ লক্ষ, ওয়ানডের জন্য ৬ লক্ষ এবং টি-টোয়েন্টির জন্য ৩ লক্ষ টাকা পান।

Image credits: own insta
Bangla

শ্রেয়স আইয়ার ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও কোটি কোটি টাকা আয় করেন

তিনি অনেক জনপ্রিয় কোম্পানির জন্য ব্র্যান্ড প্রচারের কাজও করেন।

Image credits: own insta

IPL-এ সবথেকে দামি বিদেশি ক্রিকেটার কারা? রইল তালিকা, দেখুন এক ঝলকে

IPL 2025: চলতি আইপিএলে ঝোড়ো ব্যাটিং এবং শতরান কোন ৫ ব্যাটারের?

Fastest Batsmen: টেস্টে দ্রুততম ১৩০০০ রান করা তারকা ব্যাটার কারা?

IPL 2025 longest innings: চলতি আইপিএলে লম্বা ইনিংস খেলা ৫ তারকা