Bangla

টেস্ট এবং ওয়ানডে খেলেও বিসিসিআই থেকে কোটি কোটি টাকা পান শুভমন গিল

শুভমন গিল টেস্ট এবং ওয়ানডে খেলে বিসিসিআই থেকে কোটি কোটি টাকা আয় করেন।
Bangla

আইপিএল ২০২৫-এ শুভমন গিলের জলোচ্ছ্বাস

গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমন গিলের ব্যাট আইপিএল ২০২৫-এ জমজমাট। তার ব্যাট থেকে ১২ ম্যাচে ৬০১ রান এসেছে।

Image credits: own insta
Bangla

পয়েন্ট তালিকায় শীর্ষে

শুভমন গিলের ব্যাটের দুর্দান্ত পারফরম্যান্স এবং অধিনায়কত্বের জন্য গুজরাট টাইটান্স পয়েন্ট তালিকায় শীর্ষে। ১৩ ম্যাচে মোট ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফেও পৌঁছে গেছে।

Image credits: own insta
Bangla

আয়ের ক্ষেত্রেও গিলের জয়জয়কার

ক্রিকেট মাঠে নিজের পারফরম্যান্স দিয়ে সবার মন জয় করা শুভমন গিল আয়ের পিচেও পতাকা উড়িয়েছেন। তার ব্র্যান্ড ভ্যালু বাড়ছে।

Image credits: own insta
Bangla

গিল বিসিসিআই-এর কোন গ্রেডে আছেন?

শুভমন গিল টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে ভারতীয় দলের হয়ে বেশি খেলছেন। অন্যদিকে, টি-টোয়েন্টিতে তার জায়গা হচ্ছে না। তা সত্ত্বেও তিনি বিসিসিআই-এর সেন্ট্রাল কন্ট্রাক্ট 'এ' তে আছেন।

Image credits: own insta
Bangla

গিল কত বেতন পান?

বিসিসিআই-এর সেন্ট্রাল কন্ট্রাক্ট 'এ'-তে থাকা শুভমন গিলকে বার্ষিক ৫ কোটি টাকা দেওয়া হয়। এবারও তিনি এই গ্রেডেই আছেন।

Image credits: own insta
Bangla

ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে আয়

ক্রিকেট ছাড়াও শুভমন গিল অনেক বড় ব্র্যান্ডের সাথেও যুক্ত। এমন অবস্থায় ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের জন্য তিনি কোম্পানিগুলি থেকে কোটি কোটি টাকা চার্জ করেন।

Image credits: own insta
Bangla

টেস্টে কি হবেন ভারতের অধিনায়ক?

জুনে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল ইংল্যান্ড সফরে যাবে। রোহিত শর্মার অবসরের পর শুভমন গিলকে অধিনায়ক করা হতে পারে।

Image credits: ANI

Most sixes in IPL: আইপিএল-এর ইতিহাসে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন কারা?

Expensive Cricketers: আইপিএল-এর কোন ৫ ক্রিকেটার সবথেকে বেশি দামি?

KL Rahul Salary: বিসিসিআই থেকে কেএল রাহুল কত টাকা আয় করেন জানেন?

Batsmen with Most Centuries: টেস্ট ক্রিকেটে সর্বাধিক শতরান কাদের দখলে?