প্রথমে আপনার স্মার্টফোনের সেটিংস অপশনে গিয়ে সার্চ বক্সে 'motions' লিখুন।
এরপর 'Gesture and Motions' অপশনটি বেছে নিন। তারপর স্ক্রিনটি উপরে স্ক্রল করুন।
এরপর 'Lift to Answer Calls' অপশনটি সক্রিয় করুন।
এই ফিচারটি সক্রিয় করার পর কেউ আপনাকে কল করলে, ফোনটি কানে রাখলেই কলটি অটোমেটিকভাবে রিসিভ হবে।
কল মিউট করতে 'Gesture and Motions'-এ 'Flip to Mute Incoming Calls' অপশনটি সক্রিয় করুন।
কল এলে যদি রিসিভ করতে না পারেন, তাহলে ফোনটি উল্টে রাখলেই কলটি সাইলেন্ট হয়ে যাবে।
Galaxy Z Fold 7 নয়, এই ফোনগুলিই আসল Flagship Killers
ফোন না ছুঁয়েই কল রিসিভ করুন, রইল সঠিক উপায়
সেকেন্ড হ্যান্ড ফোন কেনার পরিকল্পনা করছেন? মাথায় রাখুন এই পাঁচ টিপস
Air Conditioner: এসি-র তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কম হয় না কেন?