Bangla

গুগল পে

সম্প্রতি গুগল পে ব্যবহারকারী অ্যাকাউন্টে টাকা ঢোকাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

Bangla

অ্যাকাউন্টের ব্যালান্স বেড়ে গিয়েছে

বেশ কিছু গুগল পে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে সম্প্রতি কিছুটা টাকা ঢোকে। আচমকাই তাঁরা দেখেন অ্যাকাউন্টের ব্যালান্স বেড়ে গিয়েছে।

Image credits: Getty
Bangla

গুগল পে

সম্প্রতি জানা যাচ্ছে গুগলের পক্ষ থেকে বেশ কিছু অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে।

Image credits: Getty
Bangla

গুগল পে

আচমকাই অ্যাকাউন্টের টাকা বেড়ে যাওয়ায় অবাক হন ইউজাররাও। গুগলের পক্ষ থেকে অনেকে ৪৬ ডলার পেয়েছেন বলে জানা যাচ্ছে।

Image credits: Getty
Bangla

গুগল পে

টাকা প্রাপকদের পক্ষ থেকে জানা গিয়েছে তাঁদের কাছে একটি মেসেজ গিয়েছিল। Google Pay রেমিটেন্স এক্সপিরিয়েন্স থেকে এই মেসেজ আছে।

Image credits: Getty
Bangla

গুগল পে

ডফুন্ডিং এমন এক পদ্ধতি কর্মচারীরা জানিয়েছেন সম্প্রতি একটি সফটওয়ার রিলিজ করা হয়েছিল, তার আগে বিটা টেস্টিং করতে হয়। সংস্থার পক্ষ থেকে টেস্টের অংশ বিশেষ হয় এই ট্রান্সাকশন।

Image credits: Getty
Bangla

গুগল পে

তবে এই টাকা শুধুমাত্র গুগলের কর্মীদের পাওয়ার কথা ছিল।

Image credits: Getty
Bangla

গুগল পে

কিন্তু কোনও কারণে তা বেশ কিছু ইউজারদের কাছেও পৌঁছয়। এই টাকা কেউ ফেরত দিতে চাইলে দিতে পারেন বলে জানানো হয়েছে সংস্থার তরফে। আবার কেউ না দিতে চাইলেও অসুবিধা নেই।

Image credits: Getty

ChatGPTর পরিবর্তে ১০টি AI টুল , যা আপনাকে আরও বেশি টেকস্যাভি করবে