Kolkata

৪০ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা

চৈত্রর শেষ লগ্নেই ৪০ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী কয়েকদিনও পারদ পতনের বিশেষ সম্ভাবনা নেই।

Image credits: Getty

কালবৈশাখীর সম্ভাবনা

বৈশাখ মাসের আগেই কালবৈশাখীর সম্ভাবনা থাকছে বাংলার পড়শি রাজ্যগুলিতে। পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে বঙ্গেও।

Image credits: Getty

ওড়িশায় ঝোড়ো হাওয়া বইবে

আগামী তিন দিনে ওড়িশায় ঝোড়ো হাওয়া বইবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি হালকা বৃষ্টিরও সম্ভাবনা থাকছে।

Image credits: Getty

মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ডে

হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ডেও। তবে এক্ষুণি দক্ষিণবঙ্গে কোনও কাল বৈশাখীর সম্ভাবনা নেই।

Image credits: Getty

আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা

হাওয়া অফিস সূত্রে খবর উত্তর ও মধ্য ভারতের থেকে গরম বাতাস হু হু করে বাংলায় প্রবেশ করছে। ফলত আগামী তিন দিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা।

Image credits: Getty

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা

৯ এপ্রিল রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে ফেলতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডী।

Image credits: Getty

রবিবার বাঁকুড়া জেলার তাপমাত্রা

রবিবার বাঁকুড়া জেলার তাপমাত্রা একেবারে ৪০ ডিগ্রিতে পৌঁছেছে বলে জানাচ্ছে হাওয়া অফিসের রিপোর্ট। মালদহ বা বীরভূমেও তাপমাত্রা খুবই বেশি থাকার সম্ভাবনা।

Image credits: Getty

দার্জিলিং জেলার তাপমাত্রা

উত্তরবঙ্গের ক্ষেত্রে, দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং সহ সমস্ত জেলাতেই চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ।

Image credits: Getty

আবহাওয়া

রবিবার উত্তরবঙ্গের আকাশ একেবারেই শুকনো ছিল বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Image credits: Getty

পার্বত্য বঙ্গেও আগামী ৫ দিন ধরে তাপমাত্রা

পার্বত্য বঙ্গেও আগামী ৫ দিন ধরে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে।

Image credits: Getty