West Bengal News

গঙ্গার তলায় মেট্রো

আবারও ইতিহাস তৈরি করল কলকাতা মেট্রো। দেশের প্রথমবার নদীর তলা দিয়ে ছুটল ট্রেন। সফল গঙ্গার তলার টানেলের ট্রায়ল রান।

Image credits: Our own

প্রথম ট্রায়ালরান

মেট্রো রেকটিতে কেবল কর্মকর্তা এবং প্রকৌশলী ছিলেন তা হুগলির নীচে কলকাতা থেকে নদীর অপর পারে হাওড়া পর্যন্ত চলেছিল।

Image credits: Our own

যুগান্তকারী পদক্ষেপ

কলকাতা ও শহরতলীর মানুষের আধুনিক পরিবহন ব্যবস্থা একটি যুগান্তকারী পদক্ষেপ বলেও জানিয়েছেন এক রেল কর্তা।

Image credits: Our own

মেট্রোর জেনারেল ম্যানেজার

মেট্রোরেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি ছিল এই ট্রায়লরানে। মহাকরণ স্টেশন থেকে ইস্ট-ওয়েস্ট মোট্রো করিডোরের হাওড়া ময়দান স্টেশন পর্যন্ত সফর করেন।

Image credits: Our own

দীর্ঘ ট্রায়াল রান

আগামী পাঁচ থেকে সাত মাস ধরে চলবে এই ট্রায়াল রাজ। জানিয়েছেন মেট্রোর জেনারেল ম্যানেজার।

Image credits: Our own

মেট্রোর ছুটবে

হাওড়া ময়দা থেকে এসপ্ল্যানেড স্টেশনের মধ্যেই হবে ট্রায়াল রান। সমস্ত দিক কতিয়ে দেখা হবে।

Image credits: Our own

ভূগর্ভস্ত অংশে ট্রায়াল রান

ভূগর্ভস্ত অংশের ৪.৮ কিলোমিটার এলাকার ট্রায়াল রান খুব তাড়াতাড়ি শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

Image credits: Our own

তাড়াহুড়ো করে পরিষেবা নয়

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনা এড়াতে ও যাত্রীদের সুবিধের জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণের পরই পরিষেবা প্রদান করা হবে। পরিষেবা দেওয়ার জন্য তাড়াহুড়ো করা হবে না।

Image credits: Our own

ভারতের বড় নেটওয়ার্ক

এটি ভারতের সবথেকে বড় মেট্রো নেটওয়ার্ক বলেও জানিয়েছেন তিনি। এটি নির্মাণ ও চালানোর জন্য প্রচুর দক্ষতা ও কঠোর পরিশ্রম প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।

Image credits: Our own

৪৫ সেকেন্ডে গঙ্গা পার

এই রুটে ৪৫ সেকেন্ডের গঙ্গা নদীর তলা গিয়ে৫২০ মিটার পথ অতিক্রম করবে মেট্রো। এটি ৩৩ মিটার নিচে রয়েছে মেট্রো রেলের লাইন।

Image credits: Our own