- তৃণমূল-বিজেপির সংঘর্ষে শুভেন্দুর গাড়িতে হামলা
- ফুলবাগান থানা এলাকার কাঁকুড়গাছিতে উত্তেজনা
- শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ
- আক্রান্ত বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা,শিবাজি সিংহ রায়
শাহ সফরের আগে তৃণমূল-বিজেপির সংঘর্ষে শুভেন্দুর গাড়িতে হামলা। উত্তেজনা ছড়াল ফুলবাগান থানা এলাকার কাঁকুড়গাছি এলাকায়। শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ। আক্রান্ত বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা এবং উত্তর কলকাতার বিজেপি সভাপতি শিবাজি সিংহ রায়।
আরও পড়ুন, আজ সকালেই মন্ত্রী জাকির হোসেনের অস্ত্রোপচার SSKM-এ, জখম ১১ সঙ্গীও চিকিৎসাধীন কলকাতায়
জানা গিয়েছে, সম্প্রতি স্থানীয় বিজেপি নেতা প্রসেনজিৎ সাউয়ের উপর হামলা চালানো হয়। বুধবার রাতে তারই প্রতিবাদ সভা করে শুভেন্দু অধিকারী। এরপর ডেপুটি কমিশনারের বাড়ি যাওয়ার কথা ছিল তাঁর। অভিযোগ সেই মিছিল ফুলবাগান মোড় থকে ৪০০ মিটার পেরোতেই ইটবৃষ্টি শুরু হয় লোহার রড দিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতি বলে অভিযোগ। ইটবৃষ্টির মাঝেই শুভেন্দু গাড়ি ঘুরিয়ে ডিসি-র অফিস দিকে গেলে, সেখানেও বিক্ষোভ দেখায় তৃণমূল। আক্রান্ত হন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা এবং উত্তর কলকাতার বিজেপি সভাপতি শিবাজি সিংহ রায়।
অপরদিকে, হামলা প্রসঙ্গে বৃহস্পতিবার গঙ্গাসাগরের জনসভা থেকে তৃমমূলকে নিশানা করেন অমিত শাহ। তিনি বলেন, ১৩০ বিজেপি কর্মী হত্যা করা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলেন। উল্লেখ্য এই মুহূর্তে এখনও হাসপাতালে চিকিৎসাধীন এই বিজেপি নেতা।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 18, 2021, 6:25 PM IST