- ডুমুরজেলায় ভার্চুয়ালি সভা করলেন অমিত শাহ
- সশরীরে আসতে না পারার জন্য চাইলেন ক্ষমা
- 'বাংলার সকল কৃষকদের ভাওতা দিয়েছেন দিদি'
- ডুমুরজেলায় মমতাকে তোপ দাগলেন স্বরাষ্ট্র মন্ত্রী
'মা-মাটি-মানুষকে ভূলে গিয়েছে তৃণমূল', সশরীরে না আসলেও ডুমুরজেলায় বিজেপির যোগমেলায় দিল্লি থেকে সরাসরি এমনটাই ভার্চুয়ালি আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। যদিও রবিবার ডুমুরজেলায় সভায় সশরীরে আসতে না পারার জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে নিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
এদিন বর্তমান শাসক দল তথা তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করে অমিত শাহ বলেছেন,' মমতাকে মানুষ ক্ষমা করবে না। ' এদিন তিনি কথা বলতে বলতে প্রশ্ন তোলেন কেন মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে আয়ুষমান ভারত প্রকল্প থেকে দূরে সরিয়ে রাখলেন। 'সরকারে এসেই বাংলায় আয়ুষমান চালু করব, আপনি রুখতে পারবেন না' বলে সরাসরি মমতাকে হুঁশিয়ারি দেন শাহ। তিনি আরও বলেন, 'কিষাণ নিধির টাকা পাচ্ছিলেন না বাংলার কৃষকরা। এখন তড়িঘড়ি করে একটা কাগজ পাঠিয়েছেন দিদি। এখানেও কৃষকদের ভাওতা দিয়েছেন দিদি।'
আরও পড়ুন, 'কেন্দ্র থেকে টাকা আদায় করতে পারি না-এটা কার ব্যর্থতা', সরাসরি প্রশ্ন তুললেন রাজীব
দিদি শুধু কৃষকদের নাম দিয়েছেন, কোনো তথ্য দেননি। অ্যাকাউন্টের তথ্য না দিলে টাকা যাবে কি করে? : শ্রী @AmitShah #BJPGorbeSonarBangla
— BJP Bengal (@BJP4Bengal) January 31, 2021
অপরদিকে, তৃণমূল ১০ বছর আগে দলগুলির বিরুদ্ধে লড়াইয়ের পর সরকার গঠন করেছিল, মমতা দিদি মা-মাটি মানুষ স্লোগান দিয়ে রাজ্য়ে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এদিকে সেই মা-মাটি-মানুষকেই ভূলে গিয়েছে তৃণমূল, বলেন তিনি।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 31, 2021, 5:33 PM IST