- শনিবার মালদা পৌঁছলেন জেপি নাড্ডা
- একাধিক কর্মসূচিতে অংশ নিবেন তিনি
- ৩ হাজার কৃষকের সঙ্গে সারবেন সহভোজ
- দলের কৃষক সুরক্ষা অভিযান শেষ হবে মালদহে
শনিবার মালদা পৌছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই মুহূর্তে তিনি আম গবেষণা কেন্দ্রে প্রবেশ করেছেন। দলীয় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। মালদহে ৩ ঘন্টার ঝটিকা সফরে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা।
মালদহের কৃষির একটা বড় অংশ আম চাষকে ঘিরে। কীভাবে তাই আম চাষকে আরও উন্নত মানের করা যায়, তোলা যায় জাতীয় স্তরে, এনিয়ে কথা বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পাশপাশি কৃষকদের সাহায্যের কথাও তিনি বলেন। আম গবেষণা কেন্দ্র পুরোটাই জেপি নাড্ডা ঘুরে দেখেন। ভোটের আগে এহেন আশ্বাসে কৃষকরাও যেন অনেকটাই মনোবল ফিরে পেলেন জেপি নাড্ডার প্রতিশ্রুতি শুনে।
মালদহের ডিস্কো মোড় এলাকায় প্রায় তিন হাজার কৃষকের সঙ্গে সহ ভোজ অংশ নেবেন তিনি। দলের কৃষক সুরক্ষা অভিযানের সমাপ্তি হবে মালদহে। বাড়ি-বাড়ি থেকে সংগ্রহ করা মুষ্টি ভিক্ষার চাল-ডাল দিয়ে তৈরি হবে খাবার। সকলের সঙ্গে সেই আহার সারবেন নাড্ডা। কৃষকদের সঙ্গে কথা বলবেন তিনি। মালদহের আম, রেশম, পাট, লিচু, ধান, পান প্রভৃতি ২৫ ধরনের চাষীরা উপস্থিত থাকবেন নাড্ডার এই অনুষ্ঠানে।
Visited Central Institute for Subtropical Horticulture in Malda, West Bengal.
— Jagat Prakash Nadda (@JPNadda) February 6, 2021
We are committed to double the farmer’s income by developing infrastructure & providing integrated support to our farmers. pic.twitter.com/n2Ml2DRHMh
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 6, 2021, 2:17 PM IST