- বিধানসভা ভোটের আগে রাজ্যে মোদী
- অমিত শাহর পর আসতে পারেন প্রধানমন্ত্রী
- মোদীর সফর ঘিরে গেরুয়া শিবিরে তৎপরতা
- প্রধানমন্ত্রী দফতর সূ্ত্রে খবর
বিধানসভা ভোটের প্রাক্কালে বিজেপির কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বেড়েছে বাংলায়। এখনও পর্যন্ত দ্বিতীয়বার রাজ্য সফর করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঁকুড়ার পর মেদিনীপুর ও শান্তিনিকেতন সফর করেন তিনি। একইসঙ্গে, রাজ্য়ে ঘাঁটি গেড়েছেন বিজেপির অন্যান্য কেন্দ্রীয় নেতারাও। এবার, ভোটের আগে রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্য সফরে আসতে পারেন বলে প্রধানমন্ত্রী দফতর সূ্ত্রে খবর।
আরও পড়ুন-ব্যক্তিগত চাওয়া-পাওয়ার হিসাব, না নীতিগত অবস্থান - দলত্যাগের কারণ এখন অবান্তর
আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনে ১৮টি আসন পেয়েছিল বিজেপি। বিধানসভা আসনের নিরিখে ১১৪টি আসনে এগিয়েছিল গেরুয়া শিবির। এবার, একুশের বিধানসভা নির্বাচনের আগে কোমর বেঁধে নেমেছে বিজেপি। পুজোর পর থেকেই জেলায় জেলায় প্রচার শুরু করেছেন বিজেপি নেতারা। এর মধ্যেই শুভেন্দু অধিকারীর মতো তৃণমূলের হেভিওয়েট নেতাকে দলে টেনে ভোটের প্রাক্কালে নতুন চমক দিয়েছে বিজেপি শিবির। একইসঙ্গে, রাজ্যের বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছেন অমিত শাহর সারথীরাও।
আরও পড়ুন-জমাট শীতেও দার্জিলঙে গরম হাওয়া, কিছুদিনের মধ্যেই ফের উত্তপ্ত হতে পারে পাহাড়
একুশের নির্বাচনের আগে নবান্ন দখলের লড়াই পিছিয়ে নেই শাসক শিবির তৃণমূলও। এই অবস্থায় ১২ জানুয়ারি ফের রাজ্যে আসছেন অমিত শাহ। স্বামী বিবেকান্দের জন্মদিনে যুব উৎসবে যোগ দেবেন তিনি। ১২ থেকে ১৪ জানুয়ারি রাজ্যে থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরই, ফেব্রুয়ারি মাসে বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী দফতর সূ্ত্রে এমনটাই খবর।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 22, 2020, 4:38 PM IST