- হলদিয়া এসে পৌছলেন প্রধানমন্ত্রী মোদী
- নতুন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি
- ভোটের আগে কর্মসূচি ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা
- যদিও অনুষ্ঠানে আমন্ত্রন পেয়েও আসবেন না মমতা
বিধানসভা ভোটের প্রাক্কালে রবিবার বাংলায় এলেন প্রধানমন্ত্রী। হলদিয়ায় পেট্রোলিয়ামের নতুন প্রকল্পের শিলান্যাস করবেন মোদী। ভোটের আগে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। রবিবার হলদিয়ার ওই অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। যদিও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী।
একইদিনে দুই রাজ্য সফর করছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ এবং অসম। পশ্চিমবঙ্গের হলদিয়া পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিও-ওয়াকসিন। একইসঙ্গে ৪১ নম্বর জাতীয় সড়কে একটি উড়ালপুলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। হলদিয়ায় পৌঁছানোর আগের দিন শনিবার নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে সেকথা জানালেন প্রধানমন্ত্রী। এনিয়ে শনিবার ট্যুইটার হ্যান্ডেল নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, 'হলদিয়া পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিও-ওয়াকসিং ইউনিটের শিলান্যাস করা হবে। একইসঙ্গে ৪১ নম্বর জাতীয় সড়কে হলদিয়ার রানীটকে রেললাইনের উপর ৪ লেনের উড়ালপুলের উদ্বোধন করা হবে।'
বিস্তারিত আসছে...
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 7, 2021, 6:09 PM IST