- সামনেই ২১ এর রাজ্যে বিধান সভা নির্বাচন
- তার আগেই কলকাতায় মোহন ভাগবত
- ২ দিনের বাংলা সফরে আরএসএস প্রধান
- এদিকে চলতি মাসেই বাংলা আসবেন শাহ
জে, পি,নাড্ডার পর ২ দিনের বাংলা সফরে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সামনেই ২০২১ এর রাজ্যে বিধান সভা নির্বাচন।রাজ্যে গেরুয়া ঝড় আর গতি বাড়াতেই এই আগমন বলে মনে করা হচ্ছে। মূলত সাংগঠনিক বৈঠকের সঙ্গে বুদ্ধিজীবী, ক্রীড়া ও সংস্কৃত জগতের উল্লেখযোগ্য বেশ কিছু ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন বলে শোনা যাচ্ছে।
কোথায় কোথায় যাবেন মোহন ভাগবত
গুয়াহাটি থেকে কলকাতায় পৌছানোর পর বিকেলে বণিক সভার উদ্যোগে পার্কসার্কাসে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আরএসএস-র তরফে জানানো হয়েছে বাংলার সফল এবং সামাজিক পরিবর্তের সঙ্গে যুক্ত ব্যাক্তিদের সঙ্গে তিনি দেখা করবেন। তেজেন্দ্রনারায়ণ সহ সাংষ্কৃতিক জগতের একাধিক মানুষের সঙ্গে দেখা করবেন তিনি। তবে সোমবারে হায়দরাবাদ হয়ে নাগপুরে ফিরে যাওয়ার কথা মোহন ভাগবতের।
শাহ আসছেন কবে
অপরদিকে শনিবারই রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, ১৮ ডিসেম্বর কলকাতা আসছে অমিত শাহ। ১৯ তারিখ বনগাঁয় মতুয়া সম্প্রদায়ের অনুষ্ঠানো যোগ দেবেন তিনি। এবং ২০ তারিখ বোলপুরে বিশ্বভারতীর একটি সভায় যাওয়ার কথা আছে তাঁর।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 12, 2020, 6:09 PM IST