- ভোটের আগে ফের অশনি সঙ্কেত ঘাসফুল শিবিরে
- শারীরিক অসুস্থতার কারণে তৃণমূলের পার্থী হবেন না
- জানালেন বর্ধমানের এমএলএ রবিরঞ্জন চট্টোপাধ্যায়
- রবিরঞ্জনের চিঠি ঘিরে দলবদলের ইঙ্গিত রাজ্য-রাজনীতিতে
ভোটের আগে ফের অশনি সঙ্কেত ঘাসফুল শিবিরে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পার্থী হয়ে দাঁড়াবেন না বলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে চিঠি দিলেন দক্ষিণ বর্ধমানের তৃণমূলের এমএলএ ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়।
আরও পড়ুন, 'রথ তৈরি করে যাত্রা করছে BJP', পৌরাণিক প্রসঙ্গ তুলে তোপ মমতার
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়ের পাশপাশি তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সিকেও চিঠি পাঠিয়েছেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে ম্যাডাম বলে সম্বোধন করা ২ লাইনের ছোট্ট চিঠিতে ২০২১ এর নির্বাচনে আর তৃণমূলের পার্থী হয়ে লড়তে চান না বলে জানিয়েছেন তিনি। বয়স এবং শারীরিক অসুস্থতার কারণেই মূলত সরে যাচ্ছেন বলে চিঠিতে জানিয়েছেন তিনি। একইসঙ্গে বর্ধমানের মানুষকে সেবা করার জন্য সুযোগ পাইয়ে দেবার জন্য ধন্য়বাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পরপর ২ বারের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়।
আরও পড়ুন, 'বাংলায় এবার পদ্ম চাষ হবেই', খড়গপুরে 'পিসি-ভাইপো'কে নিশানায় রাখলেন নাড্ডা
তবে রবিরঞ্জনের চিঠি ঘিরে দলবদলের ইঙ্গিতের জল্পনা রাজ্য-রাজনীতিতে। তবে কি বিজেপিতে যোগদান ঘিরে শিশির-দিব্যেন্দুর সঙ্গে আরও একটা নাম জুড়তে চলেছে, তাহলে ভোটের আগেই ফের বড় ভাঙন গুঞ্জন রাজনৈতিক মহলে।
TMC MLA from Bardhaman Dakshin, Dr Rabiranjan Chattopadhyay has written to CM Mamata Banerjee stating that he will not contest in the West Bengal assembly election 2021 citing poor health condition as the reason
— ANI (@ANI) February 10, 2021
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 10, 2021, 6:28 PM IST