খাটের তলায় ঘাপটি মেরে বসেছিল! টর্চের আলো ফেলতেই চক্ষু চড়কগাছ! একি কাণ্ড! দেখুন

রাতে শুতে গিয়েই বিপত্তি! খাটের নিচে কিসের শব্দ? টর্চের আলো ফেলতেই চক্ষু চড়কগাছ! ঘর থেকে ছুটে পালাল সকলে। খাটের তলা থেকে উদ্ধার ৯ ফুটের ইন্ডিয়ান রক পাইথন। শিরোনামে, মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা গ্রাম।

Share this Video

রাতে শুতে গিয়েই বিপত্তি! খাটের নিচে কিসের শব্দ? টর্চের আলো ফেলতেই চক্ষু চড়কগাছ! ঘর থেকে ছুটে পালাল সকলে। খাটের তলা থেকে উদ্ধার ৯ ফুটের ইন্ডিয়ান রক পাইথন। শিরোনামে, মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা গ্রাম। খাটের নিচে বসেছিল বিশালাকার ময়াল সাপ। পরে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তী। একদিন পর নির্দিষ্ট জঙ্গলে গিয়ে ছেড়ে দেওয়া হয় রক পাইথনটিকে।

Related Video