
ব্যাঙ্কের কে ওয়াই সি আপডেটের নামে ১.৫০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত
ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা, ভিন রাজ্য থেকে গ্রেফতার এক। রাজস্থান থেকে দয়ারাম খিচরকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ।
ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা, ভিন রাজ্য থেকে গ্রেফতার এক। রাজস্থান থেকে দয়ারাম খিচরকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ। ২০২২ সালে সল্টলেকের পূর্বাচলের বাসিন্দা সুপ্রিয়া মুখার্জির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। ব্যাঙ্কের কে ওয়াই সি আপডেটের নামে প্রতারণার অভিযোগ। সুপ্রিয়া মুখার্জির একাউন্ট থেকে দুবারে ১.৫০ লক্ষ টাকা প্রতারণা। পুলিশ জানতে পারে সেই টাকা পৌঁছেছে রাজস্থানের সিকর এলাকার এক ব্যক্তির একাউন্টে। অবশেষে রাজস্থানে হানা দিয়ে মূল অভিযুক্ত দয়ারামকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ডেবিট কার্ড, চেক বুক সহ একাধিক নথি উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয়েছে।