
Arjun Singh : 'এগরোল বিক্রি করত, এখন ১০ হাজার কোটি টাকার মালিক' বোমা ফাটালেন বিজেপির অর্জুন
Arjun Singh : তাঁর অভিযোগ, একসময় এগ রোল বিক্রি করা সুজিত বসু এখন ১০ হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এত বিপুল সম্পত্তি কোথা থেকে এল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অর্জুনের দাবি, ইডির উচিত ছিল আগেই তাঁকে গ্রেফতার করা।
Arjun Singh : দমকল মন্ত্রী সুজিত বসুর সম্পত্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর অভিযোগ, একসময় এগ রোল বিক্রি করা সুজিত বসু এখন ১০ হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এত বিপুল সম্পত্তি কোথা থেকে এল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অর্জুনের দাবি, ইডির উচিত ছিল আগেই তাঁকে গ্রেফতার করা। তিনি বলেন, 'ED হেটে হেটে আসছে, এত দেরি করলে মানুষ এজেন্সির উপর আস্থা হারাবে।' পাশাপাশি তিনি বলেন, 'এই বাংলায় গণ অভ্যুত্থান দরকার, রাজনৈতিক পরিবর্তন না হলে পরিস্থিতি বদলাবে না।'