
'তোমার সময় হয়ে গেছে' নিশানায় কে, বিষ্ণুপুরে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
‘টিভি খুললেই খালি দুর্নীতির খবর। রাইস মিলে কেন্দ্রীয় বাহিনীর খবর দেখাচ্ছে। শৌচালয় কেউ পায়নি, পায়খানা খেয়েছে তৃণমূল। বঞ্চিতদের নিয়ে আগামী ২৯ তারিখ কলকাতায় সমাবেশ। মোদীজি জলের জন্য ৮ হাজার কোটি টাকা দিয়েছিল।’
'টিভি খুললেই খালি দুর্নীতির খবর। রাইস মিলে কেন্দ্রীয় বাহিনীর খবর দেখাচ্ছে। শৌচালয় কেউ পায়নি, পায়খানা খেয়েছে তৃণমূল। বঞ্চিতদের নিয়ে আগামী ২৯ তারিখ কলকাতায় সমাবেশ। মোদীজি জলের জন্য ৮ হাজার কোটি টাকা দিয়েছিল। জল পায় না মানুষ, কারা খেলো সেই টাকা।' বাঁকুড়ার বিষ্ণুপুরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী