চপ ভাজলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়গ্রাম সফরে একদম অন্যরূপে মুখ্যমন্ত্রী

ঝাড়গ্রাম সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষ্যে তিনি জঙ্গলমহলে গিয়েছেন। এদিন ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটেই ঘুরে বেড়ান। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তাঁদের অভাব অভিযোগ শোনেন।

/ Updated: Nov 15 2022, 11:54 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ঝাড়গ্রাম সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষ্যে তিনি জঙ্গলমহলে গিয়েছেন। এদিন ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটেই ঘুরে বেড়ান। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তাঁদের অভাব অভিযোগ শোনেন। তেমনই পথ চলতে চলতে স্থানীয় একটি দোকানে দাঁড়িয়ে পড়েছিলেন মমতা বন্ধ্যোপাধ্যায়। দোকানদারের সঙ্গে কথা বলে দোকানে ঢুকে পড়েন । দোকানের বড় গামলা খুলেও তাতে উঁকি দেন। তারপরই হাতা খুনতি হাতে এগিয়ে যান উনানের দিকে। তারপর নিপুন হাতে বিশাল তেল ভর্তি কড়াইয়ে চপ ভাজেন। তা ছেঁকে তুলেও আনেন। তারপর নিজে হাতেই তা পরিবেশন করেন। হাসিমুখেই চপ পরিবেশন করেন মুখ্যমন্ত্রী। তবে তাঁকে দেখার জন্য রীতিমত ভিড় জমে গিয়েছিল।