
কালী পুজো ২০২৩ : ১৭ ফুট লম্বা প্রতিমা, বাংলার প্রাচীন টেরাকোটা শিল্পের ছোঁয়া, মধ্যমগ্রামে চমক!
এবছর ৩৬ তম বর্ষে চৌমাথার ইয়ং রিক্রিয়েশন ক্লাব। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বিখ্যাত কালীপুজো গুলোর মধ্যে অন্যতম। এ বছরের থিম 'সাক্ষী যখন ইতিহাস, সৃষ্টি তখন বর্তমান'। বাংলার প্রাচীন টেরাকোটা শিল্পকে তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে।
এবছর ৩৬ তম বর্ষে চৌমাথার ইয়ং রিক্রিয়েশন ক্লাব। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বিখ্যাত কালীপুজো গুলোর মধ্যে অন্যতম। এ বছরের থিম 'সাক্ষী যখন ইতিহাস, সৃষ্টি তখন বর্তমান'। বাংলার প্রাচীন টেরাকোটা শিল্পকে তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে। বাঁশের চটা দিয়ে শিল্পকর্ম গোটা মন্ডপে। বাংলার প্রাচীন কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরাই মূল ভাবনা। এবছর প্রতিমার উচ্চতা প্রায় ১৭ ফুট।