ছাপ্পা ভোটে বাধা দিতেই হুমকি কনস্টেবলকে! কনস্টেবলের নালিশ সুকান্ত মজুমদারকে

'ছাপ্পা ভোট হবে, আপনি সরে যান।' বাধা দিতেই কনস্টেবলকে হুমকি। প্রাণভয়ে বুথ ছাড়লো পুলিশ কনস্টেবল। তৃণমূলের জেলা সভাপতির নাম করে হুমকির অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের শুকদেবপুরের ১৭৬ নম্বর বুথের ঘটনা।

Share this Video

'ছাপ্পা ভোট হবে, আপনি সরে যান।' বাধা দিতেই কনস্টেবলকে হুমকি। প্রাণভয়ে বুথ ছাড়লো পুলিশ কনস্টেবল। তৃণমূলের জেলা সভাপতির নাম করে হুমকির অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের শুকদেবপুরের ১৭৬ নম্বর বুথের ঘটনা। সুকান্ত মজুমদার বুথ পরিদর্শনে আসতেই অভিযোগ পুলিশ কনস্টেবলের। আতঙ্কিত পুলিশ কনস্টেবলের সঙ্গে কথা সুকান্ত মজুমদারের। উচ্চ আধিকারিককে ফোন করেও সাহায্য মিলছে না, এমনটাই অভিযোগ ওই কনস্টেবলের।

Related Video