পর্যটক বোঝাই জিপসির উপরে গন্ডারের হামলা, জলদাপাড়া জাতীয় উদ্যানে গুরুতর আহত পর্যটকরা

জঙ্গল সাফারির সময় ভয়াবহ দুর্ঘটনা জলদাপাড়া জাতীয় উদ্যানে । গন্ডারের হামলায় নর্দমায় উল্টে যায় জিপসি, গুরুতর জখম চালক-সহ মোট সাত ।

Share this Video

জঙ্গল সাফারির সময় ভয়াবহ দুর্ঘটনা জলদাপাড়া জাতীয় উদ্যানে । গন্ডারের হামলায় নর্দমায় উল্টে যায় জিপসি, গুরুতর জখম চালক-সহ মোট সাত । জানা যায় লড়াইয়ে মত্ত দুই গন্ডার আচমকাই উঠে আসে জঙ্গল পথে | ঠিক তখনই ওই বনপথ ধরে যাচ্ছিল দুটি পর্যটক বোঝাই সাফারি | জিপসি দেখা মাত্রই দুই গন্ডার আক্রমণ করে | চোখের নিমেষে গাড়িটিকে নর্দমায় উল্টে দেয় দুই গন্ডার | প্রত্যেককেই তড়িঘড়ি উদ্ধার করে মাদারিহাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে | 

Related Video