
'ওদের খেপিয়েছিল মমতা! তাই ৭৭ আটকে গেছি, ১৪৮ করতে পারিনি' ফুলিয়ায় দাবি শুভেন্দুর
‘নদিয়া জেলাতে বিজেপির ফলাফল আশানুরূপ। আমরা ৭৭ আটকে গেছি, ১৪৮ করতে পারিনি। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের খেপিয়েছিলেন। নাগরিকত্ব নিয়ে মিথ্যা প্রচার করেছিল তৃণমূল।’
'নদিয়া জেলাতে বিজেপির ফলাফল আশানুরূপ। আমরা ৭৭ আটকে গেছি, ১৪৮ করতে পারিনি। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের খেপিয়েছিলেন। নাগরিকত্ব নিয়ে মিথ্যা প্রচার করেছিল তৃণমূল। যোগী রাজ্যেও কোন সংখ্যালঘুকে তাড়ানো হয়নি। সংখ্যালঘুদের ভোট নিয়েই মমতা ক্ষমতায় এসেছিল।' ফুলিয়ায় দাবি শুভেন্দু অধিকারীর