সংক্ষিপ্ত
দক্ষিণবঙ্গে ৬ জেলায় হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর থেকেই রাজ্যে তাপমাত্রা হুহু করে বৃদ্ধি পাবে। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
Weather News: গরম ও হালকা বৃষ্টির খেলায় বাড়ছে তাপমাত্রা। বর্ষা না আসা পর্যন্ত এই ধরনের বৃষ্টিতেই বাড়ছে ভ্যাপসা গরম। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন রাতের মধ্যে দক্ষিণবঙ্গে ৬ জেলায় হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর থেকেই রাজ্যে তাপমাত্রা হুহু করে বৃদ্ধি পাবে। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
বৃহস্পতিবার থেকে আর কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কমবে। তারপর থেকেই রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশই চড়বে। আগামী ৬ দিনের মধ্যেই কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজকের পর থেকে দক্ষিণবঙ্গের হালকা বৃষ্টির সম্ভাবনা কমছে তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ বিকেলের পর থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমেছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিন রাতের মধ্যেই দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় আংশিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেড়েই তাপমাত্রা আরও বাড়বে।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি। এদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছ দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায়। আগামীকালও এই জেলাগুলিতের অতি হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তিন জেলায় হাওয়া বইতে পারে ঘণ্টায় ২৫-৩০ কিলোমিটার বেগে। একই সঙ্গে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই তবে হাওয়া থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে শিলা বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া।