আপনার জন্ম কি জুলাই-তে, জেনে নিন আপনার সম্পর্কে কিছু না-জানা কথা

Indrani Mukherjee |  
Published : Jul 01, 2019, 12:12 PM ISTUpdated : Jul 01, 2019, 12:50 PM IST
আপনার জন্ম কি জুলাই-তে, জেনে নিন আপনার সম্পর্কে কিছু না-জানা কথা

সংক্ষিপ্ত

জন্মমাসের গুরুত্ব নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই বৈজ্ঞানিক যুক্তি দিয়ে এর কোনও ব্যাখ্যা করা সম্ভব নয় যদিও রাশিফল বা ভাগ্যচক্রের ওপর বিশ্বাস করেন অনেকেই সেই বিশ্বাস থেকেই রইল জুলাই মাসে যাঁদের জন্ম তাঁদের নিয়ে কিছু কথা

জন্মমাসের গুরুত্ব এবং রাশিফল নিয়ে মানুষের আগ্রহের কোনও শেষ নেই। বৈজ্ঞানিক যুক্তি দিয়ে এর কোনও ব্যাখ্যা করা সম্ভব না হলেও রাশিফল বা ভাগ্যচক্রের ওপর বিশ্বাস করেন অনেকেই। আর সেই বিশ্বাস থেকেই রইল জুলাই মাসে যাদের জন্ম তাঁদের নিয়ে কিছু কথা। 

১)  একটি আন্তর্জাতিক গবেষণায় দেখা গিয়েছে যে, এরা সাধারণত সুস্থির মতির হয়ে থাকলেও এদের আবেগ অনেকটাই প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। 

২) যে কোনও পরিস্থিতিতে এরা নেতৃত্ব দান করার মানসিকতা রাখেন।

৩) আগামী দিনের পরিকল্পনা করতে এরা বিশেষভাবে পারদর্শী হয়ে থাকেন। 

৪) একটি ব্রিটিশ গবেষণায় দেখা গিয়েছে যাঁরা জুলাইতে জন্মগ্রহণ করেন তাঁরা উচ্চশিক্ষায় বিশেষভাবে আগ্রহী হন। এছাড়াও পড়াশোনার ক্ষেত্রে এরা বিশেষভাবে মনোযোগী হয়ে থাকেন। 

৫)  এই মাসে জন্ম যাদের তাঁরা যেকোনও কঠিন পরিস্থিতিতেও সদা হাস্যমুখ বজায় রাখেন। 

৬) বলা হয়, এই মাসে যাদের জন্ম তারা, যেকোনও পরিস্থিতিতেই চরম  আশাবাদী প্রকৃতির হয়ে থাকেন তাঁরা। যেকোনও বিষর ইতিবাচক দিকটা দেখতেই এরা ভালবাসে।

৭) বলা হয়, জুলাইতে যাদের জন্ম তাঁদের গড় উচ্চতা স্বাভাবিকের থেকে বেশি হয়ে থাকে। যদিও এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। 

PREV
click me!

Recommended Stories

Weekly Horoscope: বর্ষশেষের এই সময়ে ১২ রাশির কেমন কাটবে এই সপ্তাহ! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
মঙ্গল গোচর ২০২৫: রাশি পরিবর্তনে এই মাসেই খুব খারাপ সময় শুরু হতে চলেছে ৫ রাশির