বাস্তুমতে বিয়ের তত্ত্বে এই জিনিসগুলি দেওয়া একেবারেই শুভ নয়

Indrani Mukherjee |  
Published : Jul 02, 2019, 11:37 AM ISTUpdated : Jul 02, 2019, 11:45 AM IST
বাস্তুমতে বিয়ের তত্ত্বে এই জিনিসগুলি দেওয়া একেবারেই শুভ নয়

সংক্ষিপ্ত

বিয়ে একটি অত্যন্ত পবিত্র বন্ধন বলা হয় এই বন্ধন জন্মজন্মান্তরের তত্ত্ব দেওয়া একটি বহু পুরনো অনুষ্ঠান বাস্তু শাস্ত্র অনুযায়ী কয়েকটি এমন জিনিস রয়েছে যা, বিয়েতে তত্ত্ব হিয়াবে পাঠানো শুভ নয়

বিয়ে একটি অত্যন্ত পবিত্র বন্ধন। বলা হয় এই বন্ধন জন্মজন্মান্তরের। নতুন জীবন শুরু করার সময়ে প্রত্যের বাবা-মা'ই নিজের জামাই বা পুত্রবধূকে কিছু না কিছু না কিছু উপহার দেন। বাস্তু শাস্ত্র অনুযায়ী কয়েকটি এমন জিনিস রয়েছে যা, বিয়েতে তত্ত্ব হিয়াবে পাঠানো  একেবারেই শুভ নয়। জেনে নিন সেগুলি কী কী-

১) পুরনো জামা কাপড়- খুব পছন্দের কিন্তু পুরনো কোনও জামা-কাপড় বিয়ের তত্ত্বে দেওয়া একেবারেই উচিত নয়। পুরনো পোশাক বিয়ের সময়ে সঙ্গে করে নিয়ে যাওয়াই ভাল।  

২) আচার-জাতীয় খাবার– অনেকে আচার খেতে খুবই ভালবাসেন। কোনও বয়ঃজ্যেষ্ঠ্য দিদিমা বা ঠাকুমার হাতে বানানো আচার খেতে খুব ভালবাসেন। কিন্তু বিয়ের সময়ে উপহার-স্বরূপ আচার-জাতীয় খাবার না নিয়ে যাওয়াই উচিত। 

৩) ছুরি-কাঁটা চামচ- বিয়ের পর সংসারের কাজে লাগবে এমন ভেবে যদি কেউ ধারালো জিনিস দেন, তাও খুব অশুভ বলে মনে করা হয়। 

৪) সূঁচ-সুতো- মনে করা হয় তত্ত্বে সূচ-সুতো না দেওয়াই ভাল। কারণ বাস্তু মতে, সূঁচ-সুতো অশুভ শক্তি বয়ে আনে বলেও মনে করা হয়। তাই শুভ কাজে অশুভ ইঙ্গিতবাহী কোনও জিনিস না দেওয়াই ভাল। 

৫)কাঁচি– একইভাবে বিয়ের তত্ত্বে কাঁচি দেওয়া একেবারেই উচিত নয়,এতে অশুভ কিছু ঘটতে পারে। 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল