কেমন যাবে আজকের দিন, কী বলছে জ্য়োতিষশাস্ত্র

swaralipi dasgupta |  
Published : May 13, 2019, 10:36 AM ISTUpdated : May 13, 2019, 02:10 PM IST
কেমন যাবে আজকের দিন, কী বলছে জ্য়োতিষশাস্ত্র

সংক্ষিপ্ত

প্রতি দিনই মানুষের ভাগ্যে নতুন কিছু অপেক্ষা করে। আজ দিনটা কেমন যাবে, জানাচ্ছেন পণ্ডিত শ্রী মহেন্দ্র।   

প্রতি দিনই মানুষের ভাগ্যে নতুন কিছু অপেক্ষা করে। আজ দিনটা কেমন যাবে, জানাচ্ছেন পণ্ডিত শ্রী মহেন্দ্র। 

মেষ(২১ মার্চ-২০ এপ্রিল)- বহুদিন ধরে বাকি থাকা কাজ আজ সম্পূর্ণ করতে পারবেন। ওষুধের ব্যবসার সঙ্গে জড়িত থাকলে আজ ভল দিন। 

বৃষ(২১ এপ্রিল-২১ মে)-  আজ সৃজনশীল কাজে বিশেষ সাফল্য পাবেন। আপনার চার পাশের লোকজন আপনার থেকে শেখার চেষ্টা করবেন। 

মিথুন(২২ মে- ২১ জুন)- আজ আবেগপ্রবণ হয়ে পড়বেন কোনও বিষয়ে। ভাল খারাপের মধ্যে তফাৎ করতে আজ অসুবিধা হবে। 

কর্কট(২২জুন-২২জুলাই)- আজ বহু কাজের পরিকল্পনা করবেন। সেই পরিকল্পনা মাফিক নিজেকে এগিয়ে নিয়ে গেলে সাফল্য আসবে।     

সিংহ(২৩ জুলাই-২৩ অগস্ট)- অনেক নতুন কাজ হাতে আসবে। কাজের জন্য শুভ দিন। তবে ব্যক্তিগত সম্পর্কে অস্থিরতা বজায় থাকবে। 

কন্যা(২৪ অগস্ট-২২ সেপ্টেম্বর)- পরিবারের সদস্যদের গুরুত্ব বোঝার চেষ্টা করুন। আজ কোনও বিষয়ে বড় কোনও শিক্ষা পেতে পারেন। 

তুলা(২৩ সেপ্টেম্বর- ২৩ অক্টোবর)-  আপনি জীবনে ব্যালান্স করে চলতে পারেন। এইদিনও সেভাবে চললে মোটের উপর সব ভালই হবে। 

বৃশ্চিক(২৪ অক্টোবর- ২২ নভেম্বর)- চাকুরি ক্ষেত্রে ব্যস্ততায় দিন কাটবে। ব্যবসায় সাফল্য। প্রেমে মানসিক কষ্ট থাকবে। শরীর ঠিক থাকবে. 

ধনু(২৩ নভেম্বর- ২১ ডিসেম্বর)- কাজের বিষয়ে আপনি খুব দৃঢ়প্রতিজ্ঞ।  তবে প্রেমে আজ মতবিরোধ হবে। শরীর ভাল থাকবে। 

মকর(২২ ডিসেম্বর- ২০ জানুয়ারি)-আজ আর্থিক দিকে থেকে কোনও ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই  আগের থেকে সাবধান হোন। পেটের সমস্যা আজ ভুগবেন। 

কুম্ভ(২১ জানুয়ারি- ১৮ ফেব্রুয়ারি)- আজ পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। তবে চাকরিতে সমস্যা হতে পারে। প্রেমেও আজ বেশ সমস্যা হতে পারে। শরীর ভাল থাকবে। 

মীন(১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ)- আজ মানুষের প্রতি দয়াশীল হবেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে  আজ।

PREV
click me!

Recommended Stories

Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে দিন কেমন কাটবে, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: আজ সম্পর্কে শান্তি এবং ঘনিষ্ঠতা বিরাজ করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল