কেমন যাবে আজকের দিন, কী বলছে জ্য়োতিষশাস্ত্র

  • প্রতি দিনই মানুষের ভাগ্যে নতুন কিছু অপেক্ষা করে।
  • আজ দিনটা কেমন যাবে, জানাচ্ছেন পণ্ডিত শ্রী মহেন্দ্র। 
     
swaralipi dasgupta | Published : May 13, 2019 10:36 AM / Updated: May 13 2019, 02:10 PM IST

প্রতি দিনই মানুষের ভাগ্যে নতুন কিছু অপেক্ষা করে। আজ দিনটা কেমন যাবে, জানাচ্ছেন পণ্ডিত শ্রী মহেন্দ্র। 

মেষ(২১ মার্চ-২০ এপ্রিল)- বহুদিন ধরে বাকি থাকা কাজ আজ সম্পূর্ণ করতে পারবেন। ওষুধের ব্যবসার সঙ্গে জড়িত থাকলে আজ ভল দিন। 

Latest Videos

বৃষ(২১ এপ্রিল-২১ মে)-  আজ সৃজনশীল কাজে বিশেষ সাফল্য পাবেন। আপনার চার পাশের লোকজন আপনার থেকে শেখার চেষ্টা করবেন। 

মিথুন(২২ মে- ২১ জুন)- আজ আবেগপ্রবণ হয়ে পড়বেন কোনও বিষয়ে। ভাল খারাপের মধ্যে তফাৎ করতে আজ অসুবিধা হবে। 

কর্কট(২২জুন-২২জুলাই)- আজ বহু কাজের পরিকল্পনা করবেন। সেই পরিকল্পনা মাফিক নিজেকে এগিয়ে নিয়ে গেলে সাফল্য আসবে।     

সিংহ(২৩ জুলাই-২৩ অগস্ট)- অনেক নতুন কাজ হাতে আসবে। কাজের জন্য শুভ দিন। তবে ব্যক্তিগত সম্পর্কে অস্থিরতা বজায় থাকবে। 

কন্যা(২৪ অগস্ট-২২ সেপ্টেম্বর)- পরিবারের সদস্যদের গুরুত্ব বোঝার চেষ্টা করুন। আজ কোনও বিষয়ে বড় কোনও শিক্ষা পেতে পারেন। 

তুলা(২৩ সেপ্টেম্বর- ২৩ অক্টোবর)-  আপনি জীবনে ব্যালান্স করে চলতে পারেন। এইদিনও সেভাবে চললে মোটের উপর সব ভালই হবে। 

বৃশ্চিক(২৪ অক্টোবর- ২২ নভেম্বর)- চাকুরি ক্ষেত্রে ব্যস্ততায় দিন কাটবে। ব্যবসায় সাফল্য। প্রেমে মানসিক কষ্ট থাকবে। শরীর ঠিক থাকবে. 

ধনু(২৩ নভেম্বর- ২১ ডিসেম্বর)- কাজের বিষয়ে আপনি খুব দৃঢ়প্রতিজ্ঞ।  তবে প্রেমে আজ মতবিরোধ হবে। শরীর ভাল থাকবে। 

মকর(২২ ডিসেম্বর- ২০ জানুয়ারি)-আজ আর্থিক দিকে থেকে কোনও ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই  আগের থেকে সাবধান হোন। পেটের সমস্যা আজ ভুগবেন। 

কুম্ভ(২১ জানুয়ারি- ১৮ ফেব্রুয়ারি)- আজ পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। তবে চাকরিতে সমস্যা হতে পারে। প্রেমেও আজ বেশ সমস্যা হতে পারে। শরীর ভাল থাকবে। 

মীন(১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ)- আজ মানুষের প্রতি দয়াশীল হবেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে  আজ।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia