বাড়িতে সিড়ি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এক তল থেকে আর এক তলে যাওয়ার জন্য সিড়ি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে বাড়ি তৈরির সময়ে সিড়ির অবস্থান কী হবে তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে বাস্তুশাস্ত্রবিদরা বলেন, বাড়িতে সিড়ি তৈরির ক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত। জেনে নিন বাড়িতে সিড়ি তৈরির ক্ষেত্রে কোন কোন বিষয়টি মাথায় রাখা উচিত।
১) বাস্তুশাস্ত্র অনুসারে সিঁড়ির ধাপ সর্বদা বিজোড় সংখ্যার হওয়া উচিত। যেমন ১১, ১৩,১৭, ১৯ ইত্যাদি।
২)দরজার সামনে যেন সিঁড়ি না থাকে। অর্থাৎ দরজা খুলে বেরিয়েই যেন সিঁড়ি মুখোমুখি না হয়।
৩) ঘরের মধ্যেকার সিঁড়ি যেন সর্বদা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উঁচু হয়ে ওঠে।
৪) বাড়ির প্রধান সিঁড়িটি কখনওই ঘোরানো সিঁড়ি তৈরি না করাই ভাল। ছাদের সিঁড়ি বা বাড়ির পিছনের দিকের সিঁড়িটি ঘোরানো তৈরি করা গেলেও যেতে পারে।
৫) বাড়ির অন্দরে থাকা যে-কোনও সিঁড়ির বাঁক সিঁড়ির ঘড়ির কাঁটা বরাবর করাই ভাল। ঘড়ির কাঁটার বিপরীতে সিঁড়ির বাঁক তৈরি করতে নিষেধ করছে বাস্তু শাস্ত্র।
৬) সিঁড়ি সর্বদা বাড়ির দক্ষিণদিকে অথবে পশ্চিম দিকেই করা ভাল। বাস্তু মতে একে শুভ বলে মনে করা হয়
৭) তবে বাড়ির উত্তর-পূর্ব দিকে কখনওই সিঁড়ি তৈরি করা উচিত নয় বলে মনে করেন বাস্তুশাস্ত্রবিদরা।