কোন রাশির মেয়েদের কোন বিষয়ে রাগ বেশি, জেনে নিন

  • অন্যান্য আবেগের মতো রাগও একটি আবেগ
  • অনেকেই আছেন যাঁরা খুব সহজে রাগেন না
  • কিন্তু এমন অনেকেই আছেন যাঁরা খুব সামান্য বিষয়তেই রেগে যান
  • জেনে নিন রাশি অনুযায়ী কোন রাশির জাতিকারা কোন বিষয়ে বেশি রেগে যান
Indrani Mukherjee | Published : Jul 4, 2019 7:47 AM IST

অন্যান্য আবেগের মতো রাগও একটি আবেগ। রাগ, অভিমান, আনন্দ- ইত্যাদি সব অভিব্যক্তি নিয়েই তৈরি হয় একজন মানুষ। কারওর মধ্যে রাগ বেশি, কেউ আবার খুবই ধৈর্য্যশীল প্রকৃতির হয়ে থাকেন। কিন্তু জানেন কী, রাশি অনুযায়ী কোন রাশির মেয়ের রাগ-অভিমান কেমন, জেনে নিন।

মেষ রাশি - এই রাশির জাতিকাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করাটা একেবারেই পছন্দ করে না। কেউ যদি তাঁদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে, তাহলে তাঁরা খুবই রেগে যান। 

Latest Videos

বৃষ রাশি-  খরচে রাশ টানার বিষয়টি এই রাশির জাতিকারা একেবারেই পছন্দ করেন না। কেউ এদের খরচে রাশ টানতে বললে এরা খুবই রেগে যান। 

মিথুন রাশি-এই রাশির জাতিকাদের স্বাধীনভাবে কথা বলতে দেওয়াটা খুবই জরুরী। কথার মাঝখানে কেউ যদি তাঁদের বিরক্ত করে, বা কোনও কথা বলতে না দেয় তাহলে এরা খুবই বিরক্ত হন ও রেগে যান।

কর্কট রাশি - এই রাশির জাতিকারা তাঁদের প্রেমিকের দৃষ্টি আকর্ষণ করতে পছন্দ করেন। কেউ যদি তাঁদের একটু অবহেলা করে তাহলেই এরা ভীষণ রেগে যায়। 

সিংহ রাশি- এই রাশির জাতিকারা অন্যান্য রাশির জাতিকাদের তুলনায় একটু বেশি গুরুত্ব পেতে চান। কম গুরুত্ব দিলেই তারা রেগে যান। আদতে এরা খুবই অভিমানী। আঘাত পেলে কথা বলা বন্ধ করে দেয়।

কন্যা রাশি- এই রাশির জাতিকারা ছোট ছোট জিনিসেই খুশি থাকেন। প্রশংসা পছন্দ করেন। প্রশংসিত হলে আরও পরিশ্রম করেন। সমালোচনা করলে জেদি হয়ে যান।
 
তুলা রাশি - এই রাশির জাতিকারা একেবারেই ঝগড়া পছন্দ করেন না। তাই সামান্য কারণে যদি কেউ এদের আঘাত করে তাহলে এরা প্রচন্ড আঘাত পান এবং কষ্টকে নিজের মধ্যেই চেপে রাখেন।

বৃশ্চিক রাশি-এই রাশির জাতিকারা সবাইকেই খুব সহজে বিশ্বাস করে ফেলেন, তাই কেউ যদি এদের বিশ্বাসে আঘাত আনে তাহলে এরা খুবই রেগে যায়। 

ধনু রাশি- এই রাশির জাতিকারা স্বাধীনচেতা, কোনও বন্ধনে বিশ্বাস করে না। কোনও বাঁধনে বেঁধে রাখতে চাইলেই এরা খুবই রেগে যায়।

মকর রাশি- এই রাশির জাতিকারা অত্যন্ত সোজাসাপটা। যেকোনও কাজের ক্ষেত্রে এরা রোমাঞ্চ বিশেষভাবে পছন্দ করেন। সেই কাজের ধরণ নিয়ে কেউ আপত্তি প্রকাশ করলেই এরা প্রচন্ড রেগে যায়। 

কুম্ভ রাশি-এই রাশির জাতিকারা স্বপ্ন দেখতে খুবই ভালবাসে। কেউ যদি এদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে এরা খুবই আঘাত পান। 

মীন রাশি -এই রাশির জাতিকারা একটু অলস প্রকৃতির হয়ে থাকেন। অতিরিক্ত পরিশ্রম করা এরা একেবারেই পছন্দ করেন না, তাই এই বিষয়ে নিয়ে তাঁদের কেউ কোনও কথা বললেই এরা মাথা গরম করে ফেলেন।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু