আগামী বছরে কেমন হবে মেষ রাশির কর্মজীবন, জেনে নিন

  • জীবনে সাফল্য পেতে বহু বাধা বিপত্তি অতিক্রম করতে হয়
  • নানান সমস্য়া ও প্রতিকূলতা কাটিয়ে উঠে তবে একজন ব্যক্তি সাফল্যের মুখ দেখেন
  • বহু ব্যক্তি আছেন যাঁরা প্রতিনিয়ত বাধা বিপত্তি সম্মুখিন হয়েও জীবনে সফল হয়
  • রাশি ভেদে আমাদের ভাগ্যে নির্ধারণ করা থাকে আমাদের কর্মজীবন কেমন হবে

deblina dey | Published : Dec 18, 2019 5:27 AM IST

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- কন্যা রাশির কতটা উন্নতি হবে এই মাসে, দেখে নিন

প্রতিটি মানুষেরই জীবনে সাফল্য পেতে বহু বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। নানান সমস্য়া ও প্রতিকূলতা কাটিয়ে উঠে তবে একজন ব্যক্তি সাফল্যের মুখ দেখেন। তবে এমন বহু ব্যক্তি আছেন যাঁরা প্রতিনিয়ত বাধা বিপত্তি সম্মুখিন হয়েও জীবনে সফল হতে পারছেন না। জ্যোতিষশাস্ত্রের মতে, ভাগ্য অনুযায়ী জীবনে নানা ঘটনা বা বিভিন্ন অনুকূল ও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। রাশি ভেদে আমাদের ভাগ্যে নির্ধারণ করা থাকে আমাদের কর্মজীবন কেমন হবে। 

আরও পড়ুন- পৌষ মাসে জন্ম, তবে আপনার মধ্যে এই রয়েছে এই বিশেষ গুণগুলি

আমাদের জীবনে নানা ধরনের শুভ বা অশুভ ঘটনা, যা আমাদের ভাগ্যে পূর্ব নির্ধারিত হয়ে রয়েছে তা জানা যায় এক মাত্র জ্যোতিষশাস্ত্র অনুসারে। রাশিচক্রের প্রথম রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মজীবন কেমন হয় দেখে নেওয়া যাক। কন্যা রাশির এই রাশির জাতক-জাতিকারা খুব কর্তব্যপরায়ণ হয়ে থাকে। এরা একা থাকতে পছন্দ করেন না। এদের প্রচুর বন্ধু হয়ে থাকে। সেভাবেই আজ জেনে নেওয়া যাক, ২০২০ সালে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন কেমন হবে।

আরও পড়ুন- বুধবার সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন আজকের রাশিফল

এই রাশির জাতক-জাতিকাদের এই সময়ে আকস্মিক কোনও লাভ হতে পারে।
কোনও বাধার সৃষ্ট হলে আপনার আত্মীয় ও সহকর্মীদের থেকে যথেষ্ট সমর্থন পাবেন।
নতুন বছরে আপনি কর্মজীবনে বিশেষ উচ্চতায় পৌঁছতে পারবেন।
এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত পরিশ্রমি তবে একা কায়িক পরিশ্রমের থেকে মস্কিষ্কের শ্রমেই বেশি সফল।
এরা সাধারনত খুব তোষামোদ প্রিয় ও বন্ধু বৎসল হয়।
এরা সকল বিষয়ে নেতৃত্ব দিতে এগিয়ে যায়, তবে সকলের সঙ্গে মানিয়ে নেওয়ার সমস্যা থাকায় নেতৃত্ব দিতে গিয়ে সমস্যার সৃষ্টি হয়।
এই রাশির জন্য উন্নতিই আসল, সেখানে পৌঁছানোর পন্থা গৌণ হলেও কোনও সমস্যা নেই।
এই রাশির জাতক-জাতিকারা সহজে কথার খেলাপ করে না, এই কারণে এরা 

Share this article
click me!