সন্তানের রেজাল্ট নিয়ে চিন্তিত! মেনে চলুন এই নিয়মগুলি

Published : Jul 25, 2019, 04:49 PM IST
সন্তানের রেজাল্ট নিয়ে চিন্তিত! মেনে চলুন এই নিয়মগুলি

সংক্ষিপ্ত

পরীক্ষা নিয়ে চিন্তা বা উদ্বেগ কাটিয়ে ফেলুন পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য জেনে নিন এই কৌশলগুলি এক নজরেই জেনে নিন এই সমস্যার সমাধান জেনে নিন জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ কৌশলগুলি

পরীক্ষা নিয়ে টেনশন কমবেশি প্রায় সমস্ত শিক্ষার্থীদের মধ্যেই লক্ষ করা যায়। পরীক্ষা নিয়ে চিন্তা বা উদ্বেগ থাকাটা স্বাভাবিক বিষয়। তবে সেই চিন্তা বা উদ্বেগ পরীক্ষার কয়েকদিন আগে থেকে নয় বরং বছরের শুরু থেকে থাকলে প্রস্তুতিতে ঘাটতি থাকে না। পড়াশুনো করলে পরীক্ষা থাকবেই এই দুটি বিষয় একে অপরের পরিপূরক। সেই কারণেই সকল ছাত্রছাত্রীই পরীক্ষায় ভালো ফল কামনা করে, তবে সকলে সাফল্য অর্জন করতে পারে না। এই সাফল্য অর্জন করতে শিক্ষকরা বা গবেষকরা বিভিন্ন পরামর্শ বা কৌশল প্রয়োগের কথা বলেছেন। কিন্তু ভাল রেজাল্ট বা পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য বিশেষ কিছু কৌশল জানিয়েছে জ্যোতিষশাস্ত্র। জেনে নেওয়া যাক সেই কৌশলগুলি কি কি!

  • রোজ সকালে নিয়মিত ধ্যাণ বা মেডিটেশন করুন। এটি মনসংযোগ বৃদ্ধিতে সাহায্য করে।
  • শিক্ষার্থীরা যদি চারমুখি রুদ্রাক্ষ বা গণেশ রুদ্রাক্ষ ধারণ করে তবে পড়াশুনোয় মনযোগী হয়। ফলস্বরূপ পরীক্ষার ফল ও ভালো হয়।
  • বাড়িতে পড়ার ঘর সবসময় উত্তর-পূর্ব কোণে হওয়া প্রয়োজন। বাস্তুমতে এই কোণে পড়াশোনা করলে পরীক্ষার ফল ভালো হয়। অথবা পূর্ব দিকে মুখ করে বসে পড়াশোনা করা ভালো।
  • পড়ার টেবিলে একটি কাঁচের গ্লাসে কয়েকটা পেন্সিল ছূঁচলো করে কেটে নিন। এরপর পেন্সিলের ছূঁচলো মুখটা উপর দিক করে কাঁচের গ্লাসে রেখে দিন। জ্যোতিষশাস্ত্র মতে এতে ছাত্র-ছাত্রীদের মেধার উন্নতি হয়।
  • পড়ার টেবিলে সবসময় সবুজ রং এর কাপড় পেতে রাখুন, এই রং মনোসংযোগ বৃদ্ধিতে সাহায্য করে।
  • পড়ার ঘরের একটি দেওয়ালে সরস্বতী যন্ত্রম টাঙিয়ে রাখুন। নিয়মিত সেটিতে ধূপ দেখিয়ে পূজো করুন পড়াশুনোয় উত্সাহ বৃদ্ধি পাবে।

এগুলি ছাড়াও, পড়তে বসার আগেই ইতিবাচক মনোভাব নিয়ে পড়তে বসতে হবে। পরীক্ষার ভয় মন থেকে দূর করতে হবে। সঠিকভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া থাকলে অযথা চিন্তা বা উদ্বেগ না করাই শ্রেয়। এছাড়া সুন্দর হাতের লেখা, পরিষ্কার খাতা দেখতে শিক্ষকরাও পছন্দ করেন যা বেশি নম্বর পেতে সাহায্য করে।

PREV
click me!

Recommended Stories

Weekly Horoscope: বর্ষশেষের এই সময়ে ১২ রাশির কেমন কাটবে এই সপ্তাহ! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
মঙ্গল গোচর ২০২৫: রাশি পরিবর্তনে এই মাসেই খুব খারাপ সময় শুরু হতে চলেছে ৫ রাশির