কোন রাশির সঙ্গে কোন রাশির বন্ধুত্ব হয় সবথেকে পোক্ত

Indrani Mukherjee |  
Published : Jun 25, 2019, 02:38 PM IST
কোন রাশির সঙ্গে কোন রাশির বন্ধুত্ব হয় সবথেকে পোক্ত

সংক্ষিপ্ত

ধনু রাশির জাতকদের সঙ্গে ভাল বন্ধুত্ব গড়ে ওঠে সিংহ রাশির জাতকদের বৃষ  রাশির জাতকদের সঙ্গে বন্ধুত্ব অনেকদিন পর্যন্ত টেকে কন্যা রাশির মিথুন ও কুম্ভ রাশি জাতকদের সঙ্গে বন্ধুত্ব ভাল হয় তুলা রাশির কর্কট, বৃশ্চিক ও মীন রাশির সঙ্গে খুব ভাল বন্ধুত্ব হয় বৃশ্চিক রাশির জাতকদের 

  • মেষ রাশি-  মেষ রাশির সঙ্গে সিংহ বা ধনু রাশির বন্ধুত্ব খুব গাড় হয়। এই রাশির জাতক-জাতিকারা প্রায়শই নিত্যনতুন বন্ধু তৈরি করতে ভালোবাসে।  এই রাশির জাতকরা বিপদে আপদে বন্ধুর পাশে দাঁড়ানোর মানসিকতা রাখে।
  • বৃষ রাশি- বন্ধুত্ব রক্ষার ক্ষেত্রে এই রাশির জুড়ি মেলা ভার। এরা চট করে কারও সঙ্গে বন্ধুত্ব করেন না ঠিকই একবার কারও সঙ্গে বন্ধুত্ব হলে আজীবন তারা এই সম্পর্ক বজায় রাখে। কন্যা ও মকর রাশির জাতকদের সঙ্গে বৃষ রাশি ভাল বন্ধুত্ব হয়। 
  • মিথুন রাশি- তুলা ও কুম্ভ রাশি জাতকরা মিথুন রাশির জাতকদের ভাল বন্ধু। এরা বন্ধুর গুণগ্রাহী হয়ে থাকেন। বন্ধুকে সুপরামর্শ দিতে এরা ভালবাসেন।বন্ধুর পাশে থাকাকে পরম ধর্ম বলেও মন করেন এরা। 
  • কর্কট রাশি -  একমাত্র নিজের রাশির জাতকদের সঙ্গেই সবচেয়ে ভাল বন্ধুত্ব গড়ে ওঠে  কর্কট রাশির। এই রাশির জাতকরা খুবই ভরসাযোগ্য ও বিশ্বাসযোগ্য।বন্ধুর সমস্যার সমাধান করে এঁরা সুপরামর্শ দিয়ে থাকেন। তবে নিজের সমস্যা ও অনুভূতিগুলি বন্ধুর সঙ্গে সহজে ভাগ করে নিতে পারেন না।
  • সিংহ রাশি - খুব সহজেই সকলের সঙ্গে মিশতে পারেন এরা। কিন্তু বন্ধুত্বের প্রশ্ন উঠলে ধনু রাশির জাতকদের সঙ্গেই ভাল বন্ধুত্ব গড়ে ওঠে সিংহ রাশির জাতকদের। 
  • কন্যা রাশি -এই রাশির জাতকদের নিজের রাশি এবং বৃষ ও কন্যা রাশির জাতকদের সঙ্গে ভাল বন্ধুত্ব গড়ে ওঠে। এই রাশির জাতকরা খুবই বোঝদার হন। বন্ধুর যেকোনও সমস্যাই তারা সমাধান করার জন্য তৎপর হয়ে ওঠে।
  • তুলা রাশি-  সকলের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন তুলা রাশির জাতকরা। তবে মিথুন ও কুম্ভ এবং নিজের রাশির জাতকদের সঙ্গে খুব ভাল বন্ধুত্ব তৈরি হয় এদের। 
  • বৃশ্চিক রাশি-  বৃশ্চিক রাশির জাতকদের বন্ধু হিসাবে চোখ বন্ধ করে ভরসা করা যায়। বন্ধুত্বের খুব ভাল মর্যাদা দেন এই রাশির জাতকরা। সাধারণত নিজের রাশি ছাড়া কর্কট ও মীন রাশির জাতকের সঙ্গে বৃশ্চিক রাশির জাতকদের গাঢ় বন্ধুত্ব হয়।
  • ধনু রাশি- এই রাশির জাতকরা যেকোনও বিষয়েই খুব অকপট। কোনও কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা-সাপ্টাভাবেই বলা পছন্দ করেন এরা।  নিজের রাশি ছাড়া মেষ ও সিংহ রাশির জাতকদের সঙ্গে তাঁদের বন্ধুত্ব খুব ভাল হয়।

  • মকর রাশি-  মকর রাশির জাতকরা খুব ভাল বন্ধু হয়ে ওঠেন বৃষ ও কন্যা রাশির জাতকদের। এই রাশির সঙ্গে এদের সখ্যতা খুব গভীর হয়ে থাকে।
  • কুম্ভ রাশি- নিজের রাশি ছাড়া মিথুন ও তুলা রাশির জাতকদের সঙ্গে ভাল বন্ধুত্ব গড়ে ওঠে কুম্ভ রাশির জাতকদের। বন্ধুদর জন্য এরা সর্বদা প্রস্তুত থাকে। বিপদে আপদে বন্ধুদের পাশে থাকাকে এরা নিজের ধর্ম বলে মনে করে। 
  • মীন রাশি- মীন রাশির বন্ধু হিসাবে খুবই বিশ্বস্ত প্রকৃতির হয়ে থাকেন। কর্কট ও বৃশ্চিক রাশির সঙ্গে মীন রাশির খুব ভাল বন্ধুত্ব হয়। 

PREV
click me!

Recommended Stories

জন্ম নক্ষত্র: এই নক্ষত্রে জন্মালে ২০২৬-এ কোটিপতি হওয়া নিশ্চিত! কারা আছেন তালিকায়?
Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে আজকের দিনটি, রইল জ্যোতিষ গণনা