প্রাকৃতিক বিপর্যয়-দুর্ঘটনা-বহুমৃত্যু, কি বলছে জ্যোতিষশাস্ত্র?

  • কেন হয় প্রাকৃতিক বিপর্যয় বা দুর্ঘটনা?
  • কেন হয় বহুমৃত্যু বা আকষ্মিক মৃত্যু?
  • এ বিষয়ে কি বলছে জ্যোতিষশাস্ত্র!
  • জেনে নিন সেই কারণ

"জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে" -এ কথা সত্য়ি। প্রতিনিয়ত দুনিয়ায় কত দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয় ঘটেই চলেছে। যার ফলে মৃত্যু হচ্ছে বহু মানুষের। প্রায় প্রতিদিনই আমরা খবর দেখতে পাই বড়বড় সমস্ত ট্রেন বা বিমান দুর্ঘটনা, ভূমিকম্প, বন্যায় হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। সাম্প্রতিককালে অসমের ভয়াবহ বন্যার কথা আমাদের সকলেরই জানা। এমন সমস্ত দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয় থেকে আবার প্রাণেও বেঁচে ফিরেছেন অনেকে। তবে কি তারা কপালজোড়েই বেঁচে ফিরেছেন? এই বিষয়ে কি বলছে জ্যোতিষশাস্ত্র!
সুবিশাল এই পৃথিবীতে ছোট বড় যত ঘটনা ঘটে তার পুরোটাই নির্ভর করে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধির উপর, এমনটাই দাবি জ্যোতিষশাস্ত্রর। প্রাকৃতিক বিপর্যয় বা দুর্ঘটনার ফলে যে বহুমৃত্যু হয় জ্যোতিষশাস্ত্রর মতে, কোনও জাতকের অষ্টম ভাবের অধিপতির সঙ্গে তিন বা তার বেশি গ্রহ যদি একই রাশিতে থাকে তবে সেই ব্যক্তির প্রাকৃতিক বিপর্যয় বা দুর্ঘটনার ফলে আকষ্মিক মৃত্যুর সম্ভাবনা থাকে। শুধু এই নয় যদি জাতকের অষ্টাধিপতি গ্রহর অষ্টমভাব, আয়ুস্থান, ক্ষীণ অধিপতি অস্তগত হবে, অথবা পাপদ্বারা প্রভাবিত হবে তখন সেই জাতকের প্রাকৃতিক বিপর্যয় বা দুর্ঘটনার ফলে মৃত্যুর যোগ থাকে।
জ্যোতিষশাস্ত্রের মতে কোনও দেশের দুর্ঘটনাগ্রস্ত স্থানের নামের রাশিও নাকি এক্ষেত্রে কাজ করে। কোনও দেশের জন্মলগ্ন, সেই দেশের প্রধাণ যিনি তাঁর রাশি, গ্রহের প্রভাবের উপর নির্ভর করে। এই সব কারণ ছাড়াও জাতকের গোচর খারাপ হলে যুগপত মৃত্যুর সম্ভাবনা থাকে।

Share this article
click me!

Latest Videos

‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya