চারিদিকে যে পরিমাণে দূষণ বাড়ছে তাতে চুলের গোড়ায় জমে থাকা ময়লা দূর করার জন্য সপ্তাহে অন্তত চারদিন শ্যাম্পু করা আবশ্যক। কিন্তু জানেন কী, পৃথিবীর প্রায় সর্বত্রই চুল নিয়ে বিভিন্ন সংস্কার প্রচলিত রয়েছে। সন্ধ্যের আগে চুল আছড়ে নেওয়া, বা সন্ধ্যের পর চুল খোলা না রাখা এইসব নানাবিধ ধারণা প্রচলিত রয়েছে। বলা হয়, সপ্তাহের এই দিনগুলিতে শ্যাম্পু করা উচিত নয়।
১) মঙ্গলবার- বলা হয়, যাঁদের রাশিতে মঙ্গলের অবস্থান সুবিধাজনক নয়, তাঁদের মঙ্গলবারদিন চুলে শ্যাম্পু করা একেবারেই উচিত নয়।
২) বুধবার- বলা হয়, কেউ যদি এক পুত্রসন্তানের মা হন তাঁর বুধবার দিন চুলে শ্যাম্পু করা উচিত নয়। বলা হয়, এতে নাকি ক্ষতি হতে পারে সন্তানের।
৩) বৃহস্পতিবার- লক্ষীবারে শ্যাম্পু করলে নাকি লক্ষ্মীদেবী রুষ্ট হন। এর ফলে জীবনে দারিদ্র নেমে আসতে পারে। তাই যদি লক্ষীদেবীর কৃপাদৃষ্টি বজায় রাখতে চান তাহলে বৃহস্পতিবার শ্যাম্পু না করাই ভাল।
৪) শনিবার- অনেকে মনে করে শনিবার শ্যাম্পু করলে শনিদেবের দৃষ্টি পরে। যার ফলে জীবনে নেমে আসতে পারে বিপর্যয়। যদিও এই নিয়ে মতান্তর রয়েছে।
* এই মতবাদগুলি কিন্তু বৈজ্ঞানিক যুক্তির ঊর্ধ্বে।