সুখী দাম্পত্য জীবন গড়ে তুলতে, মেনে চলুন বাস্তুর এই নিয়মগুলি

  • আপনার বাড়িতে কোনও বাস্তুদোষ নেই তো
  • বাস্তুতে কিছু নিয়ম পালন করে এই কু-নজর এড়ানো যায় সহজেই
  • সুখী দাম্পত্য জীবন গড়ে তুলতে মেনে চলুন বাস্তুর এই নিয়মগুলি
  • এ বিষয়ে কি বলেছে বিশেষজ্ঞরা

deblina dey | Published : Dec 14, 2019 5:49 AM IST / Updated: Dec 14 2019, 11:32 AM IST

বাস্তুশাস্ত্র, এই বাস্তু শব্দটি এসেছে বস্তু থেকে। বাস্তু বলতে সব কিছুকেই বুঝায়- তা একটি স্থান হতে পারে- কিংবা একটা বাড়িও হতে পারে। ভারত উপমহাদেশে প্রায় সভ্যতার সূচনালগ্ন থেকে স্থাপত্য নির্মাণকে গুরুত্ব দেয়া হয়েছে। সভ্যতার শুরু থেকেই ভারতীও উপমহাদেশে শিল্পচর্চাকে ঊর্ধ্বে স্থান দেয়া হয়েছে। স্থাপত্যশৈলী উপবেদের অন্যতম বিষয়। স্থাপত্য উপবেদ বা স্থাপত্যশাস্ত্র চারটি উপবেদের অন্যতম।  প্রায় ৫০০০ বছর ধরে বাস্তুবিদ্যা কালের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামে জয়ী হয়েছে। স্থাপত্য উপবেদ বা স্থাপত্য শাস্ত্রের সূত্রগুলো পরবর্তিকালে 'বাস্তুশাস্ত্র' শিরোনামে লিপিবদ্ধ হয়েছে। বৈদিক যুগে স্থাপত্য বিজ্ঞান মূলত মন্দির নির্মাণে ব্যবহৃত হত। পরবর্তীতে তা বিস্তার লাভ করে। প্রাচীন যুগে স্থপতিরা কেবল নিছক তৈরির কাজ করতেন না, নির্মাণশৈলী ও পরিকল্পনার বিষয়টিও তদারক করতে হত তাঁদের। 

আরও পড়ুন- কতটা ঘুমোতে পছন্দ করেন আপনি, রাশি অনুযায়ী জেনে নিন

অশুভ শক্তি বা কু-দৃষ্টির কারণে বাড়িতে বসবাসকারী সদস্যদের সমস্যা হয়। কু-দৃষ্টির ফলে যেমন স্বাস্থ্যহানী হয়, একই রকমভাবে আর্থিক সমস্যাও দেখা দিতে পারে। পাশাপাশি দাম্পত্য সম্পর্কেও বিঘ্নও দেখা দেয়। মনে করা হয়, বাস্তুতে কিছু নিয়ম পালন করে এই কু-নজর এড়ানো যায় সহজেই। বর্তমানকালে বাস্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দৈনন্দিন জীবনে। তাই সুখী দাম্পত্য জীবন গড়ে তুলতে মেনে চলুন বাস্তুর এই নিয়মগুলি। 

আরও পড়ুন- মিথুন রাশির কতটা উন্নতি হবে ডিসেম্বর মাসে, দেখে নিন

বাড়ির দক্ষিণ, পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিকে শোয়ার ঘর থাকলে খুব ভাল।
নিজেদের বিয়ের ছবি শোয়ার ঘরের পূর্ব দেওয়ালে টাঙান।
শোয়ার ঘরে ফুল বা কোনও সুগন্ধী মোমও রাখতে পারেন।
শোয়ার ঘরে নীল রঙের ল্যাম্পশেড রাখতে পারেন।

আরও পড়ুন- শনিবার সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন আপনার রাশিফল
অফিস বা কাজের কথা শোয়ার ঘরের একদম নয়, নিজেদের কথা বলুন।
শোয়ার সময় খেয়াল রাখুন, মাথা যেন দক্ষিণ দিকে না থাকে।
শোয়ার জন্য ব্যবহৃত খাট কাঠের হওয়া বাঞ্ছনীয়।
শোয়ার ঘরে যেখানে বিছানা থাকবে, তার উপরের দেওয়ালে যেন বিম না থাকে।
বাস্তু মতে, ঠাকুরের ছবি শোয়ার ঘরে একেবারেই রাখা উচিত নয়।

Share this article
click me!