কোন বিষয়ে রেগে যান মহিলারা, জেনে নিন রাশি অনুযায়ী

Published : Dec 30, 2019, 10:37 AM IST
কোন বিষয়ে রেগে যান মহিলারা, জেনে নিন রাশি অনুযায়ী

সংক্ষিপ্ত

জাতক বা জাতিকার রাশি তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে জানতে সাহায্য করে রাশি অনুযায়ী কোন মহিলার কোন বিষয়ে রাগ তা জানা সম্ভব কোন বিষয়ে রাগ বেশি হয় মহিলাদের তা জেনে নেওয়া যায়  কেন রেগে যান আপনি তো জেনে নিন রাশিফল থেকে

কোনও ব্যক্তির নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের পরবর্তী জীবনে জীবিকা নির্বাহের জন্য চাকুরী বা অন্য কোনও বৃত্তি বিশেষ হল পেশা। এর মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেন বা জীবিকা নির্বাহ করেন। সাধারণ জনগণ প্রায়শই তাদের কর্মকাণ্ডের ফলে অনেক ধরনের শিক্ষালাভ করতে পারেন। আর জ্যোতিষশাস্ত্র মতে, জাতক বা জাতিকার রাশি তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে জানতে সাহায্য করে। একইভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। একজন মানুষ সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তার রাশির বিষয়ে জ্ঞান থাকলে। ঠিক এই ভাবেই জ্যোতিষশাস্ত্র মতে, কোন বিষয়ে রাগ বেশি হয় মহিলাদের তা জেনে নেওয়া যায় রাশিফল থেকে। 

আরও পড়ুন- ২০২০ সালে মীন রাশির কর্মজীবন কেমন থাকবে, জেনে নিন

মেষ— এই রাশির জাতক-জাতিকার খুব সাহসী হয়। এই রাশির মহিলাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করলেই এরা রেগে যান।

বৃষ— এই রাশির জাতক-জাতিকার খুব হিসেবি হয়। তবে নিজেদের মনের মকত খরচের বিষয়ে কেউ হস্তক্ষেপ করলেই এরা রেগে যান।
 
মিথুন— এই রাশির জাতিকারা কথা বলতে ভালোবাসেন। এদের বক্তব্যে বাধা সৃষ্টি হলে এরা রেগে যান।

কর্কট— এই রাশির জাতিকারা সঙ্গীর দৃষ্টি আকর্ষণ করতে সব সময় চেষ্টা করেন। এই বিষয়ে বাধা সৃষ্টি হলে এরা রেগে যান।

আরও পড়ুন- সোমবারের সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন রাশিফল

সিংহ— এই রাশির জাতিকারা সৃজনশীল। একইসঙ্গে সব সময় গুরুত্ব পেতে পছন্দ করেন। এদের কেউ গুরুত্ব না দিলেই রেগে যান।

কন্যা— এই রাশির মহিলারা অল্পতেই সন্তুষ্ট। অন্যের সমালোচনা করা এরা একেবারেই পছন্দ করেন না। সমালোচনা করলেই এরা রেগে যান।
 
তুলা— এই রাশির জাতিকারা শান্তিপ্রিয়। সামান্য বিষয়ে ঝগড়া বা অশান্তি হলে এরা রেগে যান।

বৃশ্চিক— এই রাশির মহিলারা খুব সহজেই অপরকে বিশ্বাস করে নেন। এদের বিশ্বাস কেউ নষ্ট করলে এরা অত্যন্ত রেগে যান।
 
ধনু— এই রাশি বিভিন্ন বিষয়ে পারদর্শী। তাই মন খুলে কাজ করতে পছন্দ করেন। এদের কাজে বাধা সৃষ্টি করলে এরা খুব রেগে যান।

মকর— এই রাশির মহিলারা রোমাঞ্চপ্রিয়। এদের ভাবনা বা প্ল্যানে কোনও বাধা হলে এরা খুব রেগে যান।

কুম্ভ— এই রাশি খুব মিশুখে স্বভাবের। তবে বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে মনের মিল না হলে বন্ধুত্ব করতে চান না। পছন্দের বন্ধুরা তোষামোদ না করলে এরা খুব রেগে যান।

মীন— এরা অত্যন্ত আবেগপ্রবণ। সেই সঙ্গে এরা গুছিয়ে কাজ করা বেশি পছন্দ করেন। এদের কাজের বিষয়ে কেউ কোনও মন্তব্য করলে এরা খুব রেগে যান।

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীর সঙ্গে প্রেমময় দিন কাটান! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ কিছু মূল্যবান জিনিস হাতে আসতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল