কোন বিষয়ে ফোবিয়া বা ভয় রয়েছে কোন রাশির, জেনে নিন

  • জাতক বা জাতিকার রাশি তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে জানতে সাহায্য করে
  • ফোবিয়া বা ভীতি বর্ণনা করা হয় ভয় হিসেবে যা কোনও বিশেষ বিষয়ে হতে পারে
  • ভয় মনের অবচেতন স্তরের একটি বিশেষ মানসিক অবস্থা
  • রাশি অনুযায়ী কোন বিষয়ে ভয় বা ভীতি ভাব কাজ করে কোন রাশির
     

deblina dey | Published : Nov 25, 2019 5:32 AM IST / Updated: Nov 26 2019, 10:06 AM IST

ফোবিয়া বা অস্বাভাবিক ভীতিকে বর্ণনা করা হয় একটি কখনও স্থায়ী বা কখনও দীর্ঘস্থায়ী ভয় হিসেবে যা কোনও বস্তু অথবা স্থান হতে পারে। যার ফলে ভুক্তভোগী বহুক্ষণ ধরে বাস্তবে রূপ নেবে ধারণা করে এর থেকে দূরে থাকে বা মানসিক চাপে থাকে এবং কোনও কোনও সময় তা মারাত্মকও হয়। ভয় মনের অবচেতন স্তরের একটি বিশেষ মানসিক অবস্থা, যার নির্দিষ্টতা আছে কিন্তু ভয় যখন নির্দিষ্টতা অতিক্রম করে, একে ভয় বা ফোবিয়া বলে। আমাদের অতি পরিচিত ভয়গুলো হচ্ছে অন্ধকারে থাকার ভয়, নির্দিষ্ট প্রাণীর ভয়, অতিপ্রাকৃত বা অলৌকিক ব্যাপারে ভয়, কোনও পরিস্থিতিতে ভয়, নির্দিষ্ট স্থানের ভয় ইত্যাদি।

আরও পড়ুন- অগ্রহায়ণ মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর

আবার জ্যোতিষশাস্ত্র মতে, জাতক বা জাতিকার রাশি তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে জানতে সাহায্য করে। একইভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। একজন মানুষ সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তার রাশির বিষয়ে জ্ঞান থাকলে। ঠিক এই ভাবেই কোনও রাশির মানুষ কীসে ভয় বা ভীতিভাব কাজ করে তা অনুমান করা সম্ভব। তবে চলুন জেনে নেওয়া যাক রাশি অনুযায়ী কোন বিষয়ে ভয় বা ভীতিভাব কাজ করে কোনও রাশির জেনে নেওয়া যাক।

আরও পড়ুন- সোমবারের সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন রাশিফল

মেষ— জনপ্রিয়তা হারানোর ভয়

বৃষ— আর্থিক স্থিতিশীলতা নিয়ে ভয়

মিথুন— ভবিষ্যতের জীবন নিয়ে ভয়

কর্কট— একা হয়ে যাওয়ার ভয়

সিংহ— আর্থিক পরিস্থিতি নিয়ে ভয়

কন্যা— শক্র ভয়

তুলা— নিয়ম ও তার পালন করা নিয়ে ভয়

বৃশ্চিক— প্রিয় মানুষকে হারানোর ভয়

ধনু— ঘটে যাওয়া কোনও পরিস্থিতিতে সম্মুখিন আবারও হতে পারে, সেই নিয়ে ভয়

মকর— আপমানিত হওয়ার ভয়

কুম্ভ— স্বাধীনতায় হস্তক্ষেপ করা বা পরাধীন হওয়ার ভয়

মীন— মান সম্মানহানির ভয়

Share this article
click me!