কেমন যাবে আজকের দিন, কোন রঙ বয়ে আনবে সৌভাগ্য- জেনে নিন আজকের রাশিফল

Published : May 30, 2019, 10:37 AM IST
কেমন যাবে আজকের দিন, কোন রঙ বয়ে আনবে সৌভাগ্য- জেনে নিন আজকের রাশিফল

সংক্ষিপ্ত

কেমন কাটবে আজকের দিন কর্মজগতে কতটা প্রভাব পরবে আজ কোন রঙ-এ লুকিয়ে আছে আপনার সৌভাগ্য

  • মেষ- কর্মক্ষেত্রে আজ কাজের চাপ একটু বেশিই থাকবে, তবে ধাপে ধাপে উন্নতি হবে। আজ অর্থলাভের যোগ রয়েছে। তবে সাফল্য আসতে খানিকটা দেরি আছে, এখনই ধৈর্য্য হারাবেন না। ব্যবসায় ভাল-মন্দ মিশিয়ে কাটবে আজকের দিন। নতুন প্রেমের সম্ভাবনা আছে। শুভ রঙ- লাল।
  • বৃষ- শিক্ষা নিয়ে সমস্যা সমাধানের পথ বেরিয়ে আসবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। আজকের দিনে প্রেমযোগ শুভ। আর্থিক ক্ষেত্রে সমস্যা আসতে পারে। আজ আর্থিক চাপ বৃদ্ধি পাবে, এবং সঞ্চয়ও কম হবে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে।  শুভ রঙ- সাদা। 
  • মিথুন- প্রেম নিয়ে পরিবারের মধ্যের সমস্যা কাটিয়ে ওঠার সম্ভাবনা। পারিবারিক সমস্যার সমাধানের সূত্র বেরোবে আলোচনার মাধ্যমে। কর্মক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে পারে আজ। শারীরিক সমস্যা বৃদ্ধির আশঙ্কা। দাম্পত্য কলহের যোগ রয়েছে আজ। শুভ রঙ- সবুজ
  • কর্কট- শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে আজ। ব্যবসায় উন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে। কর্মে শুভযোগ বর্তমান। যাত্রাপথে আঘাত পাওয়ার সম্ভাবনা। ভ্রমণের যোগ আছে। তবে পরিবারের মানুষের সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে, তাই বুঝে-শুনে বাক্য ব্যয় করুন। শুভ রঙ-হলুদ।
  • সিংহ- বিদেশ ভ্রমণের জট কাটতে পারে আজ। কর্মে উন্নতির শুভযোগ রয়েছে। ব্যবসায় শুভ ফললাভের সম্ভাবনা প্রবল। প্রেমের যোগ শুভ। শারীরিক সমস্যা ভোগাতে পারে আজ। আজ অর্থ ব্যয় হওয়ার আসঙ্কা রয়েছে। শুভ রঙ-গেরুয়া। 
  • কন্যা- শারীরিক সমস্যার সমাধান হবে। পরিবারের সঙ্গে আনন্দের সম্ভাবনা আছে। দাম্পত্য সমস্যার সমাধান। একাকিত্ব মানসিক অবসাদ ডেকে আনতে পারে। আর্থিক বিষয় নিয়ে বন্ধুর সঙ্গে মতভেদ হতে পারে। অর্থ নিয়ে সাবধান হওয়া দরকার। ব্যবসায়ে আর্থিক ঋণ নিতে হতে পারে।শুভ রঙ- বেগুনি।
  • তুলা- আর্থিক বিষয় নিয়ে পারিবারিক আলোচনায় সুফল মিলতে পারে। কর্মে উন্নতির যোগ। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শুভ। ভাঙা সম্পর্ক জোড়া লাগতে পারে আজ। প্রিয়জনের শারীরিক অবস্থা ভাবাতে পারে আজ। শুভ রঙ- সাদা।  
  • বৃশ্চিক- কর্মক্ষেত্রে সুসংবাদ মিলতে পারে আজ। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। সন্তানের লেখাপড়ায় অমনোযোগীতার জেরে সংসারে অশান্তির যোগ। প্রেমে সমস্যার সমাধান সামনে আসতে পারে। যাত্রাযোগ শুভ। বিশেষ যাত্রার বাধামুক্তি। আর্থিকযোগ শুভ। কাউকে উপকারের বিনিময়ে মিলতে পারে অবজ্ঞা। শুভ রঙ - হলুদ। 
  • ধনু- শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শুভ, তবে পড়াশোনার ক্ষেত্রে চাপ বাড়তে পারে আজ। প্রেমের সকল বাধা কাটিয়ে উঠতে পারেন আজ। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে আজ। আর্থিকদিক আজ ভাল-মন্দ মিশিয়েই কাটবে। নতুন কাজে সাফল্য আসবে আজ। যে-কোনও পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করুন। শুভ রঙ- নীল। 
  • মকর- আর্থিকযোগে সমস্যার সম্ভাবনা। প্রেম নিয়ে সমস্যা সমাধানের যোগ। যাত্রাক্ষেত্রে শুভফল লাভ, আজ সপরিবারে আকাশপথে ভ্রমণের যোগ রয়েছে। শারীরিক সমস্যার সম্ভাবনা। বিনোদনের যোগ। যাত্রাযোগ শুভ। অনেকদিন পর আজ শারীরিক দিক থেকে সুস্থ বোধ করবেন। শুভ রঙ- নীলচে সবুজ। 
  • কুম্ভ- রাস্তাঘাটে সাবধানে চলা-ফেরা করুন। কারওর সঙ্গে বিবাদে জড়াবেন না। উপহার বা আর্থিক বিষয়ে লাভবান হতে পারেন। আজ খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য আজকের দিনটি শুভ। যাত্রাযোগে শুভফল। নতুন কর্মের সম্ভাবনা। কর্মক্ষেত্রে বাড়তি কাজের দায়িত্ব নিতে হতে পারে আজ। আর্থিক উন্নতির যোগ। শুভ রঙ - বাদামি।
  • মীন- পরিবারে মনোমালিন্য মিটিয়ে ফেলার চেষ্টা করুন। নতুন বন্ধুর সঙ্গে আলাপ হতে পারে আজ। প্রেমের যোগ শুভ। যাত্রাযোগে শুভফল লাভ। দুর্ঘটনা এড়াতে রাস্তাঘাটে সাবধানে চলা-ফেরা করুন। সঞ্চয়ে মন দিন। শুভ রঙ- আকাশি। 

PREV
click me!

Recommended Stories

Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে দিন কেমন কাটবে, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: আজ সম্পর্কে শান্তি এবং ঘনিষ্ঠতা বিরাজ করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল