আজ কেমন যাবে আপনার দিন, কী বলছে আজকের রাশিফল

Published : Jun 04, 2019, 10:50 AM ISTUpdated : Jun 05, 2019, 12:25 PM IST
আজ কেমন যাবে আপনার দিন, কী বলছে আজকের রাশিফল

সংক্ষিপ্ত

আজ কেমন যাবে আপনার দিন  কোনদিকে ঘুরবে ভাগ্যের চাকা জেনে নিন আজকের রাশিফল

  • মেষ -নিজের কাজটি ঠিকঠাক করুন, সাফল্য আসবেই। সৎ পথে কাজ করলে আজ অর্থাগম হবেই। নিজের মনের কথা শুনুন। সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিন। আজ সঙ্গীকে কোনও অস্থিরতায় রাখবেন না। দিনের শেষের দিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের শরীরের দিকে খেয়াল রাখুন। 
  • বৃষ- আপনার সম্পর্কগুলো গড়ে ওঠে কাজের ওপর ভিত্তি করে। সঙ্গী নির্বাচনে নিজের রুচিকে এগিয়ে রাখুন। কোনও বন্ধু-বান্ধব কেউ আজ টাকা ধার চাইতে পারে। দুঃসময়ে কারওর সাহায্য করলে আপনার দুর্দিনে সেই সাহায্য দ্বিগুণ হয়ে আসতে পারে। 
  • মিথুন- আজ ব্যবসায়িক ঝামেলায় জড়াতে হতে পারে আজ। অংশীদারের সঙ্গে ব্যবসায়িক বিষয়গুলো নিয়ে বসে ঝামেলা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আজ আপনার আর্থিক সমস্যার সমাধান হবে। আজও কোনও কারণে স্ত্রী বা সঙ্গীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তা পারেন।
  • কর্কট- অফিসের জমানো কাজগুলো আজই সেরে ফেলার চেষ্টা করুন। সহকর্মীর সঙ্গে ঝগড়ার সূত্রপাত বড় রকমের সমস্যা ডেকে আনতে পারে আজ। পরিশ্রম করে যান কোনওরকম ফলের আশা না করেই। 
  • সিংহ- চাকরিক্ষেত্রে আপনার সহকর্মী আপনার কাজে বাধা দিতে পারে, সেজন্য সাবধান থাকুন। আজ সৃষ্টিশীল কাজের জন্য বিশেষ সুনাম অর্জন করতে পারবেন আজ। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বিশেষ গুরপত্বপূর্ণ। প্রেমের ক্ষেত্রেও আজকের দিনটি খুবই ভাল। 
  • কন্যা- ভ্রমণের জন্য আজকের দিনটি খুবই ভাল। আজ অতিরিক্ত মানসিক চাপ নেবেন না। আজ কোনও নতুন বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। পারিবারিক বিষয়ে নিয়ে কলহে জড়িয়ে পড়তে পারেন আজ। 
  • তুলা- সব ভুল বোঝাবুঝি মিটে গিয়ে আজ সঙ্গীর সঙ্গে মিল হয়ে যাবে আজ। কর্মক্ষেত্রে আজ আপনার জন্য খুবই চ্যালেঞ্জিং দিন। অর্থযোগের সম্ভাবনা রয়েছে আজ। সন্তানের পড়াশোনা নিয়ে দাম্পত্য কলহ দেখা দিতে পারে আজ। 
  • বৃশ্চিক- আজ কোনও কিছু না ভেবে শুধুই পরিশ্রম করে যান, ফল মিলবেই। অনেক দিনের পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝির হতে পারে আজ। কারওর সঙ্গে আজ অকারণেই বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন আজ। সুতরাং আজ বুঝে-শুনে বাক্য ব্যয় করুন। 
  • ধনু- আজ আধ্যাত্মিক চিন্তায় মন দিন। আজকের গোটাদিনটাই চরম ব্যস্ততায় কাটবে। প্রেমের জন্য আজকের দিনটি শুভ। আজ আপনার অর্থভাগ্য খুবই ভাল। আজ অনেক কাজ একসঙ্গে করার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। 
  • মকর- আজ সামাল্য কারণে স্ত্রীর সঙ্গে কলহ চরম আকার ধারণ করতে পারে। সন্তানদের ব্যবহারে মন খারাপ হতে পারে আজ। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে আজ। 
  • কুম্ভ - আজ বাড়তি খরচের জন্য পরিবারে অশান্তির যোগ।  আজ কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকুন। আজ কোনও বন্ধু আপনাকে বিপদের হাত থেকে উদ্ধার করতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ সঙ্গীর থেকে কোনও উপহার পেতে পারেন। 
  • মীন-পারিবারিক কারণে অর্থব্যয় হতে পারে। আজ কোনও নতুন কাজে হাত লাগান, ভালো ফল পাবেন। আজ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। শরীরে যন্ত্রণায় ভোগান্তি হতে পারে আজ। প্রেমার জন্য আজকের দিনটি শুভ। 

PREV
click me!

Recommended Stories

Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে দিন কেমন কাটবে, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: আজ সম্পর্কে শান্তি এবং ঘনিষ্ঠতা বিরাজ করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল