কতটা ঘুমোতে পছন্দ করেন আপনি, রাশি অনুযায়ী জেনে নিন

  • জাতক বা জাতিকার রাশি তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে জানতে সাহায্য করে
  • ঠিক একই ভাবে ব্যক্তি হিসেবে আপনি কেমন সেই ধারনাও করা যায়
  • মানুষের ব্যক্তিত্ব যেহেতু রাশিফল অনুযায়ী অনুমান করা সম্ভব
  • রাশি অনুযায়ী দেখে নিন কার কেমন ঘুমের অভ্যাস দেখে নেওয়া যাক

ঘুম বা নিদ্রা হচ্ছে মানুষ এবং অন্যান্য প্রাণীর দৈনন্দিন কাজের মধ্যে বিশ্রাম নেওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই পর্যায়ে মানব শরীরের সচেতন ক্রিয়া-প্রতিক্রিয়া স্তিমিত থাকে। নিষ্ক্রিয় জাগ্রত অবস্থার সঙ্গে ঘুমন্ত অবস্থার পার্থক্য হল এ সময় উত্তেজনায় সাড়া দেবার ক্ষমতা হ্রাস পায়। সকল স্তন্যপায়ী ও পাখি এবং বহু সরীসৃপ, উভচর এবং মাছের মধ্যে ঘুমানোর প্রক্রিয়া লক্ষ্য করা যায়। 

আরও পড়ুন- মিথুন রাশির কতটা উন্নতি হবে ডিসেম্বর মাসে, দেখে নিন

Latest Videos

অন্যদিকে, কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। একজন মানুষ সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তার রাশির বিষয়ে জ্ঞান থাকলে। জ্যোতিষশাস্ত্র মতে, মানুষ বা ব্যক্তি হিসেবে আপনি কেমন তা বলে দেওয়া সম্ভব রাশিফল অনুযায়ী। মানুষের ব্যক্তিত্ব যেহেতু রাশিফল অনুযায়ী অনুমান করা সম্ভব। ঠিক একই ভাবে একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায় তার পছন্দের খাবার অনুযায়ী। জ্যোতিষ মতে, কোন রাশি কেমন ঘুমোতে পছন্দ করেন তা বলে দেওয়া সম্ভব রাশি অনুযায়ী। রাশি অনুযায়ী দেখে নিন কার কেমন ঘুমের অভ্যাস দেখে নেওয়া যাক।

আরও পড়ুন- শনিবার সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন আপনার রাশিফল

মেষ- এই রাশির মানুষ একটু বেশিই কর্মঠ তাই এরা ঘুমিয়ে সময় নষ্ট করা পছন্দ করেন না।
বৃষ- এই রাশির মানুষ ঘুমোতে খুবই ভালবাসেন তাই সুযোগ পেলেই এরা ঘুমিয়ে কাটাতে পারে।
মিথুন- এই রাশি বেশিরভাগ সময় ভাল করে ঘুমোতে পারে না, ফলে যাবতীয় সমস্যা নিয়েই ঘুমোতে যেতে হয় এদের। 
কর্কট- এই রাশির জাতক-জাতিকারা হয় খুব ঘুমায়, না হলে একেবারেই ঘুমায় না।
সিংহ- এই রাশি বেশি রাত জাগতে পারে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস এদের এবং অনেক সময় অবধি এরা ঘুমোতে পারে।  
কন্যা- ঘুমের সঙ্গে এরা কোনও ভাবেই আপোস করে না। যে ভাবেই হোক এরা ঘুম পূরণ করে নেয়।  

আরও পড়ুন- বৃষ রাশির কতটা উন্নতি হবে ডিসেম্বর মাসে, দেখে নিন
তুলা- এই রাশি সহ দিক সমান করে চলতে পারে, তাই কখনও কম ঘুম হলে, পরদিন তা বেশি ঘুমিয়ে পুষিয়ে নেন।  
বৃশ্চিক- এই রাশি খুব রহস্যময় কেউ বুঝতে পারে না, এরা কখন ঘুমায়, আর কখন জেগে থাকে। তবে, সাধারণত এরা রাতে জেগে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। 
ধনু- এই রাশি খুবই অ্যাডভেঞ্চার-প্রিয়। তাই সারাক্ষণই ঘুরে বেড়ায়। যখন খুব ক্লান্ত হয়ে পড়ে, তখনই ঘুমায়।  
মকর- এই রাশি খুবই সৌখিন তাই ঘুমের জন্য আরামদায়ক জায়গাই পছন্দ এদের।
কুম্ভ- এই রাশি নিয়ম করে রাতে ঘুমোতে যায় আর সকাল সকাল ঘুম থেকে ওঠে। তবে দুপুরে খাওয়ার পরের ঘুম এদের অত্যন্ত প্রিয়।
মীন- এই রাশির মধ্যে, মীন রাশির সব থেকে বেশি ঘুমোতে ভালবাসে। এদের খাওয়ার থেকেও ঘুম বেশি প্রিয়।

Share this article
click me!

Latest Videos

'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
আমরা হিন্দুরা কী বানের জলে ভেসে এসেছি? মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন Agnimitra Paul
জেলের ভিতর কতটা কষ্ট দেওয়া হচ্ছে চিন্ময় প্রভুকে? খোলসা করে সব বললেন Suvendu Adhikari
‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
তৃণমূল থেকে সাসপেন্ড Arabul Islam, উল্লাসে মাতলেন Saokat Molla-র অনুগামীরা