এইসব পশু-পাখী বাড়িতে থাকলে বৃদ্ধি হবে আপনার সৌভাগ্য, দূর হবে অশান্তির কালো ছায়া

Indrani Mukherjee |  
Published : Jun 09, 2019, 09:54 AM IST
এইসব পশু-পাখী বাড়িতে থাকলে বৃদ্ধি হবে আপনার সৌভাগ্য, দূর হবে অশান্তির কালো ছায়া

সংক্ষিপ্ত

এইসব পশু-পাখী বাড়িতে থাকলে বাড়বে সৌভাগ্য পরিবারের ওপর থেকে কেটে যাবে যাবতীয় অশুভ ছায়া পরিবারে বিরাজ করবে কেবলই সুসময় অর্থভাগ্য ভাল হবে

আজকের দিনে যেভাবে স্ট্রেসের পরিমাণ বাড়ছে, তাতে চিকিৎসকেরা সকলকেই পরামর্শ দেন যে পছন্দের কোনও প্রাণী পোষ্য হিসেবে বাড়িতে রাখছে। তাতে নাকি স্ট্রেস-এর পরিমাণ কিছুটা হলেও কমতে পারা। কিন্তু জানেন কী, বাস্তুশাস্ত্রে এমন কিছু পশু-পাখী রয়েছে যাদের বাড়িতে রাখলে আপনার পরিবারের শ্রীবৃদ্ধি হবে। শুধু তাই নয়, পরিবারের ওপর থেকে কেটে যাবে যাবতীয় অশুভ ছায়া। রইল এমন কিছু পশু-পাখীর খোঁজ যারা বাড়িতে থাকলে আপনার জীবনে কেবলই বিরাজ করবে শুভ সময়। 

  • খরগোস- এই প্রাণীটির বাড়িতে থাকা খুবই শুভ! শুধু তাই নয়, বাস্তু মতে বাড়িতে খরগোস পুষলে সেই পরিবারে সুখ-সমৃদ্ধিতে ভোরে ওঠে। সেই সঙ্গে বলা হয়, পরিবারে কারও থাইরয়েডের সমস্যা থাকলে তাও কমতে শুরু করে। 
  • পায়রা- বাড়ির ছাদে পায়রা বসলে তা কখনও উড়িয়ে দেবেন না। শুধু তাই নয় গৃহে অর্থনৈতিক সমৃদ্ধির আনতে আজই বাড়িতে নিয়ে আসুন এক জোড়া পায়রা। কারণ বাস্তুশাস্ত্রে এমনটা বিশ্বাস করা হয় যে এই পাখিটিকে বাড়িতে রাখলে পারিবারের অন্দরে অশান্তি মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা হ্রাস পায়। সেই সঙ্গে অর্থনৈতিক নানাবিধ সমস্যাও কমতে শুরু করে।
  • মাছ- বাস্তু শাস্ত্রের উপর লেখা একাধিক বইতে এর উল্লেখ পাওয়া যায় যে, বাড়িতে মাছ রাখলে খারাপ শক্তি গৃহস্থের অন্দরে প্রবেশ করতে পারে না। ফলে সৌভাগ্য সর্বদা আপনার সঙ্গে বিরাজ করে। সেইসঙ্গে এমনটাও বিশ্বাস করা হয় যে যেসব মাছ বেজায় ছটফটে, যেমন গোল্ড ফিশ, তেমন মাছ বাড়িতে এনে রাখলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হ্রাস পায়। সেই সঙ্গে স্ট্রেস লেভেলও কমতে শুরু করে।
  • কুকুর- পোষ্য হিসেবে এই প্রাণীটি খুবই জনপ্রিয়। কারণ বাড়িতে কোনও প্রাণী পোষার কথা মাথায় এলে সবার প্রথম এর কথাই মনে আসে। কিন্তু জানেন কী, এরা পরিবারকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সুখ-সমৃদ্ধির আগমণ ঘটাতে বিশেষভাবে সাহায্য করে। তবে এখানেই শেষ নয়। একাধিক গবেষণায় একথা বলা হয়েছে যে কুকুরের গায়ে থাকা বেশ কিছু ব্যাকটেরিয়া মানব শরীরে প্রবেশ করার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটা শক্তিশালী করে তোলে যে ছোট-বড় কোনও রোগই ধারে কাছে ঘেঁষতে পারে না।
  • ব্যাঙ- এই প্রাণীটিকে অনেকেই বাড়ির চৌহদ্দিতে ঘেঁষতে দেয় না, কিন্তু অনেকেই জানেন না যে, বাস্তু মতে ব্যাঙের গোঙানির শব্দ পরিবারে জন্য শুভ। কারণ এমনটা বিশ্বাস করা হয়, যে বাড়িতে ব্যাঙ ডাকে, সেই পরিবারকে কোনও দিন অর্থনৈতিক সমস্যার সম্মুখিন হতে হয় না। সেই সঙ্গে পরিবারের উপর থেকে অশুভ শক্তির কালো ছায়া কমতে শুরু করে। তাই এবার থেকে বাড়িতে ব্যাঙ দেখলে তাদের তাড়িয়ে দেবেন না। 

PREV
click me!

Recommended Stories

Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে দিন কেমন কাটবে, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: আজ সম্পর্কে শান্তি এবং ঘনিষ্ঠতা বিরাজ করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল