সৌভাগ্যকে ধরে রাখতে চান, সঙ্গে রাখুন এই জিনিসগুলি

Indrani Mukherjee |  
Published : Jun 14, 2019, 12:03 PM ISTUpdated : Jun 14, 2019, 12:16 PM IST
সৌভাগ্যকে ধরে রাখতে চান, সঙ্গে রাখুন এই জিনিসগুলি

সংক্ষিপ্ত

সৌভাগ্য কে না লাভ করতে চায় কিন্তু তার জন্য প্রয়োজন কঠিন পরিশ্রম বাস্তু শাস্ত্র মতে, সৌভাগ্য যদি ধরে রাখতে হয় তাহলে  কয়োকটি জিনিস সবসময়ই সঙ্গে রাখা প্রয়োজন জেনে নিন সেগুলি কী কী

সৌভাগ্য কে না লাভ করতে চায়, কিন্তু তার জন্য প্রয়োজন কঠিন পরিশ্রম ও মেহনত। কিন্তু জ্যোতিষ ও বাস্তু শাস্ত্র মতে বলা হয় যে, সৌভাগ্য যদি ধরে রাখতে হয় তাহলে কয়োকটি জিনিস সবসময়ই সঙ্গে রাখা প্রয়োজন। জেনে নেওয়া যাক, বাস্তুশাস্ত্রমতে কী এমন জিনিস যেগুলি আপনার সঙ্গে রাখলে সৌভাগ্য সবসময় আপনার সঙ্গে থাকবে।

১) ধাতুর তৈরি যেকোনও ত্রিভুজাকৃতি জিনিস আপনার সঙ্গে রাখলে আপনার সৌভাগ্য তরান্বিত হবে। বলা হয়, জীবনের সম্পূর্ণতার প্রতীক হল ত্রিভুজ। ত্রিভুজের তিনটি বাহু আপনার জন্ম, পরিণতি ও মৃত্যুকে ব্যাখ্যা করে। 

২) কোনও প্রতিযোগীতা, পরীক্ষা বা চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময়ে সঙ্গে রাখুন অশত্থ পাতা। ফল শুভ হবে। 

৩) প্রেমজীবনে নানারকম বাধার সম্মুখীন হচ্ছেন?- সঙ্গে রাখুন একটি ময়ূরের পালক। দেখবেন বাধা-বিপত্তি কেটে যাবে।  

৪) অনেকেই হয়তো জানেন না যে সঙ্গে একটি সাদা পাথর রাখলে খুব সহজেই অবসাদগ্রস্ততা থেকে মুক্তি পাওয়া যায়। মানসিক চাঞ্চল্য, উদ্বেগও কাটিয়ে ওঠা সহজ হয়। 

৫) অনেকের বিশ্বাস, দিনের শুরুতে যে টাকা বা পয়সাটি প্রথম হাতে আসে, সেটি সারা দিন মানিব্যাগে রেখে দিলে তা আর্থিক সৌভাগ্য এনে দেয়।

৬) ঘোড়ার খুর রাখলে, তা যে সৌভাগ্য বয়ে আনে, তা সকলেরই জানা। তাই অনেকে বাড়িতে এই ঘোড়ার খুর রেখে দেন। যদি সম্ভন হয়, তাহলে এই ঘোড়ার খুরের খানিকটা অংশ সঙ্গে রাখুন, ভাগ্য ফিরবেই। 

PREV
click me!

Recommended Stories

Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে দিন কেমন কাটবে, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: আজ সম্পর্কে শান্তি এবং ঘনিষ্ঠতা বিরাজ করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল