শান্তিপূর্ণ জীবন কাটাতে চান, তবে মনে রাখুন এই বিষয়গুলি

  • প্রতিটি মানুষের জীবনের সমস্যাগুলো পরবর্তিকালে এক বিপুল সমস্যা হিসেবে দেখা দেয়
  • বাস্তবে বেশীরভাগ ক্ষেত্রেই মানুষের একান্ত চাহিদা এক শান্তি পূর্ণ জীবন
  • মানুষ চাইলেই নিজের মনের করে জীবন কাটাতে পারে
  • তার জন্য মেনে চলতে হবে কিছু নিয়ম

জ্যোতিষীগণ মনে করেন মানুষ সচেতন কর্মের সাহায্যে অথবা ঈশ্বরের আশীর্বাদে অথবা এই দুইয়ের মিশ্রিতফলে ভাগ্য অনেকাংশে নিয়ন্ত্রণ এবং পরিবর্তন করতে পারে। এই নিশ্চয়তার তারতম্যের কারণে অনেক বিজ্ঞানী জ্যোতিষশাস্ত্রকে মান্যতা দেন না। একদিকে যেমন বিখ্যাত বিজ্ঞানী ইয়োহানেস কেপলার একই সঙ্গে জ্যোতির্বিজ্ঞানী এবং জ্যোতিষী ছিলেন, আবার অন্যদিকে বিজ্ঞানীদের অনেকে জ্যোতিষশাস্ত্রকে ভ্রান্ত প্রতিপন্ন করতে চেয়েছেন। যেমন, ১৯৭৫ সালের সেপ্টেম্বরে দ্য হিউম্যানিস্ট পত্রিকায় অনেক বিজ্ঞানী আনুষ্ঠানিকভাবে জ্যোতিষশাস্ত্রের বিরুদ্ধে প্রচার করেছেন। এছাড়া বিখ্যাত বিজ্ঞান কাহিনী লেখক কার্ল সেগান তার একটি প্রামাণ্য চিত্রে এ নিয়ে আলোচনা করেছেন। তা সত্ত্বেও জ্যোতিষশাস্ত্রের প্রতি বহু মানুষের বিশ্বাস এখনও অটুট আছে।

আরও পড়ুন- নতুন বছরে আর্থিক অবস্থার উন্নতি করতে এখন থেকেই মেনে চলুন এই নিয়মগুলি

Latest Videos

জ্যোতিষ্ক বিষয়ক তথ্য, সূত্রাবলী ও ব্যবহারিক প্রয়োগের সামগ্রিক জ্ঞান জ্যোতিষশাস্ত্র নামে পরিচিত। এই শাস্ত্রের উৎপত্তিকালে জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞান এক এবং অভিন্ন ছিল। পরবর্তিকালে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ্কগুলির গতি এবং অবস্থানের ভিত্তিতে, প্রাকৃতিক এবং শারীরিক লক্ষণ অথবা দুয়ের সমন্বয়ে ব্যক্তি, সমষ্টি বা দেশের ভবিষ্যৎ নিরুপণের প্রায়োগিক দিকটি নিয়ে অভিজ্ঞতাভিত্তিক জ্ঞানের সংগ্রহ হিসেবে বিস্তার লাভ করে। সেই জ্যোতিষশাস্ত্রের মতেই, প্রতিটি মানুষের জীবনের ছোট ছোট সমস্যাগুলো পরবর্তিকালে এক বিপুল আকারের সমস্যা হিসেবে দেখা দেয়। তাই বাস্তবে বেশীরভাগ ক্ষেত্রেই মানুষের একান্ত চাহিদা এক শান্তি পূর্ণ জীবন।  জ্যোতিষশাস্ত্র মতে মানুষ চাইলেই নিজের মনের করে জীবন কাটাতে পারে। তার জন্য মেনে চলতে হবে কিছু নিয়ম। তবেই জীবনে ফিরে আসবে সার্বিক শান্তি।

আরও পড়ুন- সত্য যুগ থেকে পালিত হচ্ছে এই উপবাস, জেনে নিন এই বছরের ছট পুজোর নির্দিষ্ট সময় ও দিন

প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম ও মন্ত্র জপ। একইসঙ্গে সময়ের মূল্য বোঝাটা খুবই প্রয়োজনীয়। সব সময় সদর্থক আচরণ বজায় রাখা। যদি কোনও কাজ করতে গিয়ে ভুল হয়ে যায়, তা স্বীকার করুন।

আরও পড়ুন- আগামী বছরে বিপুল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই রাশিগুলির

জীবনের প্রতিটি সমস্যায় ঠাণ্ডা মাথায় চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। জীবনের সমস্ত দায়িত্ব পালন করতে জানতে হবে। নিজের জীবনের লক্ষ্য স্থির করতে হবে।

অপরকে কথা তখনই দিন যখন তা রাখতে পারবেন। সব সময় সত্যি কথা বলার চেষ্টা করুন। নিজের সীমাবদ্ধতা জেনে তবেই অপরের বিষয়ে কথা বলুন। যে কোনও কাজ একাগ্র মনে করুন।
 

Share this article
click me!

Latest Videos

৮৪ বছরের বৃদ্ধ তিনি কার উপদেষ্টা? নাম না করে MD Yunus-কে বেলাগাম আক্রমণ Dilip Ghosh-এর
কেন বিধানসভা থেকে ওয়াক আউট BJP-র? দেখুন কী বলছেন Suvendu Adhikari
৪ বছর আগে কি ঘটেছিল? ৭ জন শয়তানের চরম সাজা দিল আদালত! দেখুন | Chinsurah News | Hooghly News
বাংলায় দেব দেবীর মূর্তি ভাঙার অভিযোগ তুলে বিধানসভা ওয়াক আউট শুভেন্দুদের, দেখুন ভিডিও | BJP Walk Out
সনাতনীদের বিশাল মিছিল! Bangladesh-এ চিন্ময় প্রভুর মুক্তির দাবীতে Kolkata উত্তাল |Chinmoy Krishna Das