রাশিচক্রের একাদশতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শনি। আমাদের জীবনে নানা ধরনের শুভ বা অশুভ ঘটনা, যা আমাদের ভাগ্যে পূর্ব নির্ধারিত হয়ে রয়েছে তা জানা যায় এক মাত্র জ্যোতিষশাস্ত্র অনুসারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন কেমন হয় দেখে নেওয়া যাক। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম থেকে মৃত্যুর আগে অবধি নানা রকম বাধা বিপত্তি অতিক্রম করে সাফল্যের মুখ দেখতে হয়। এদের সকলেই একটা সুখী গৃহকোণের স্বপ্ন দেখেন তবে কর্মক্ষেত্রের নিত্য নতুন সমস্যা তাতে বাধা হয়ে দাঁড়ায়। এদের অনেক সময় জীবনের স্বপ্নগুলো অপূর্ণ হয়েই থেকে যায়।
আত্মবিশ্বাস, সংস্কার-প্রিয়তা, একাগ্রতা, ধীর-স্থির ও সহিষ্ণুতা এই রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য। এই রাশির জাতক জাতিকারা একা থাকতে ভালোবাসে। অবসাদ, নৈরাশ্য, মনের অস্থিরতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। গণিত, জ্যোতিষ, বিজ্ঞান প্রভৃতিতে পারদর্শী হয়। এরা সাধারণত ভাবুক, দার্শনিক ও ধর্মপরায়ণ হয়ে থাকে। সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকে। জীবনের প্রথমভাগে প্রচুর কষ্ট পেলেও পরে সুখভোগ করে থাকে। সাধারণত ভালো স্বভাবের কিন্তু গ্রহ দোষ থাকলে অসৎ এবং নিষ্ঠুর প্রকৃতির হয়ে ওঠে। কোনও কোনও ক্ষেত্রে চরিত্রিক দুর্বলতার জন্য কুপথে যেতে বাধ্য হয়। এরা বেশি ঝামেলা পছন্দ করে না, শান্তি এদের বেশি পছন্দ। চাকরির থেকে ব্যবসায় ভাগ্য ভাল হয় এদের। জীবনে অনেক বার বাধা আসলেও আবার শুভ ঘটনা ঘটে, বিশেষ করে ২৫ থেকে ৫৩ বছর বয়সের মধ্যে।