আশ্বিন মাসে জন্ম, তবে আপনার মধ্যে রয়েছে এই বিশেষ গুণগুলি

  • জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য় নির্ধারণে সাহায্য করে
  • কোনও ব্যক্তির চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর
  • জাতকের ভাগ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তাঁর জন্ম মাস থেকে
  • জেনে নিন আশ্বিন মাসে জন্ম জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্পর্কে

কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। জাতকের ভাগ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তাঁর জন্ম, জন্মবার এবং জন্মমাস থেকে। জ্যোতিষশাস্ত্র মতে, জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য় নির্ধারণে সাহায্য করে। একইভাবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আশ্বিন মাসে জন্ম হলে, জেনে নিন সেই জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্বর্কে।

আশ্বিন মাসে যাদের জন্ম তারা সাধারণত খুব উদার ও ধার্মিক প্রকৃতির হয়ে থাকেন। এই মাসে জন্মানো জাতক -জাতিকারা অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ। পাশাপাশি এদের মধ্যে মনসংযোগ ক্ষমতা প্রচুর পরিমানে থাকে। এরা অত্য়ন্ত সহজ ও সরল স্বভাব পছন্দ করেন। তাই এরা জটিল স্বভাবের মানুষদের থেকে সব সময় দূরত্ব বজায় রাখতে পছন্দ করেন। এই মাসে জন্মানো জাতক-জাতিকাদের মধ্যে অর্ন্তদৃষ্টি ও জ্ঞানের পরিচয় পাওয়া যায় যথেষ্ট পরিমাণে। এদের মধ্যে উপদেশ দেওয়ার প্রবণতা বেশি থাকে।

Latest Videos

এই মাসে জন্মগ্রহণ করেন যারা তাদের মধ্যে যে কোনও কাজে একাগ্রতা লক্ষ করা যায়। পাশাপাশি এরা স্পষ্ট কথা বলতে পছন্দ করে বলে অনেকেই এদের অপছন্দ করেন। এদের অনেক ক্ষেত্রে হঠাৎ করেই বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এদের বিবাহিত জীবনে প্রচুর সমস্যা দেখা যায়। তবে এদের সমস্যা বাইরে প্রকাশ পায় না। এরা সঙ্গীর সঙ্গে অনায়াসে সেই সমস্যা কাটিয়ে আলোচনার মাধ্যমে কাটিয়ে ওঠেন। অনেকের মধ্যে নিজের স্বার্থ হাশিল করার জন্য অন্যকে ব্যবহার করার প্রবণতা লক্ষ্য করা যায়।

Share this article
click me!

Latest Videos

ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
ছিঃ লজ্জা! CM মমতার অসন্মানজনক মন্তব্য! মমতার ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দিলেন Suvendu Adhikari
বেলডাঙায় কার্তিক পুজোয় হামলা সংখ্যালঘুদের, গর্জে উঠে যা বললেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar
ভাইরাল বেলডাঙায় সংঘর্ষের আগে চাঞ্চল্যকর এক ভিডিও, দেখুন কী বলছেন এই ব্যক্তি | Beldanga Viral Video
'মাননীয়া আপনি পুলিশমন্ত্রী পদ অভিষেককে ছেড়ে দিন' মমতার কাছে আবেদন হুমায়ুন কবীরের