হাতের তালুতে তিল কি সত্যিই আপনার জন্য শুভ, জেনে নিন এই বিষয়ে শাস্ত্রের মত

  • হাতের তালুতে তিল শুভ না অশুভ
  • তিল দেখে মানুষের ভবিষ্যৎ বিচার করা হয়
  • বিভিন্ন অংশের তিল দেখে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করা যায়
  • তিল ইঙ্গিত দিতে পারে আমাদের জীবন সম্পর্কে নানা তথ্য

তিল শুধুমাত্র শরীরের দাগ বা সৌন্দর্যের কারণ নয়। জ্যোতিষশাস্ত্র এই তিল দেখে মানুষের ভবিষ্যৎ বিচার করে থাকেন। জ্যোতিষশাস্ত্রের মতে শরীরের বিভিন্ন অংশে থাকা তিল ইঙ্গিত দিতে পারে আমাদের জীবন সম্পর্কে নানা তথ্য। শরীরের বিভিন্ন অংশের তিল দেখে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করা যায়। শরীরের বিভিন্ন অংশে তিল খুবই সাধারণ বিষয়ে। তবে প্রাচীন শাস্ত্র অনুযায়ী, এই বিষয়টি অতটাও সাধারণ নয়। কারণ, শরীরের বিভিন্ন অংশে থাকা তিল বা আঁচিল নাকি ইঙ্গিত দিতে পারে আমাদের জীবন সম্পর্কে নানা তথ্য। জ্যোতিষীরা যেমন আমাদের হাতের রেখা দেখে ভাগ্য গণনা করেন। ঠিক সেই রকম ভাবেই শরীরের বিভিন্ন অংশের তিল দেখে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করা যায়।

আরও পড়ুন- এই মাস কেমন প্রভাব ফেলবে ধনু রাশির উপর, দেখে নিন

Latest Videos

হাতে রবির ক্ষেত্রে তিল থাকলে চোখের রোগ হয়। এছাড়া হার্টের সমস্যায় ভোগার আশঙ্কা থাকে। এরা জনপ্রতিনিধি হলে প্রতারণার শিকার হন। আবার হাতের আয়ু রেখায় তিল থাকলে জাতক প্রায়ই অসুস্থ থাকে। শারীরিক অবস্থা ভালো যায় না। সে রকমই হাতের তালুর শুক্রের ক্ষেত্রে তিল থাকলে জাতক প্রেমে সুখী হয় না। সঙ্গীর সঙ্গে অশান্তির আশংঙ্কা বাড়তে থাকে। আবার হাতের তালুর চন্দ্রের জায়গায় তিল থাকলে ডায়াবেটিকস, ফুলারোগ, লিভার রোগ, সর্দিজ্বর সহ নানান শারীরির অসুস্থতায় ভুগতে থাকে। যদি আপনার ডান হাতের তালুর উপরের অংশে তিল থাকে তবে আপনাকে জীবনের নানা ক্ষেত্রে অকারণেই অপমানিত হতে হবে। নিজের ভুল না থাকলেও নানান ভুল কাজে জড়িয়ে পরে সম্মানহানির আশঙ্কাও প্রবল থাকে। 

আরও পড়ুন- রবিবার কেমন কাটবে আপনার, দেখে নিন আজকের রাশিফল

বাঁ হাতের কনিষ্ঠার নিচের দিকে তিল থাকলে তাদের সুস্থ জীবনে আচমকাই নানান খারাপ ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রতিনিয়ত সাবধানে থাকুন। আবার হাতে শনির ক্ষেত্রে যদি তিল থাকে তবে জাতকের ব্যবসায়িক দিক থেকে দুর্নামের ভয় থাকে। সন্দেহপ্রবণতায় ভুগতে থাকেন। এদের জীবনে শত্রুর সংখ্যা অধিক হয়। মঙ্গলের ক্ষেত্রে তিল থাকলে যুদ্ধে অথবা সংঘর্ষে মৃত্যুর আশঙ্কা থাকে। কারও কারও ক্ষেত্রে আবার গুরুতর অসুস্থতায় অস্ত্রোপচারের পূর্বাভাস পাওয়া যায়। আবার হাতের তালুর শনির ক্ষেত্র থেকে বুধের ক্ষেত্র অবধি যে রেখা থাকে তাকে হৃদয় রেখা বলে। এ রেখায় তিল থাকলে এরা প্রায়ই অন্যের আচরণে কষ্ট পেয়ে আবার কখনও এরা নির্দয়, কঠোর এবং স্বার্থপর হয়ে পড়েন।  

Share this article
click me!

Latest Videos

শ্মশান কালী মন্দিরে হামলা! মূর্তি ভাঙচুরে চাঞ্চল্য বারসাদভিটায়, দেখুন | Barsadbhita News Today
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন