সকল সমস্যা কাটিয়ে জীবনে সুখ ও সমৃদ্ধি ফেরাতে, বুধবারে পালন করুন এই নিয়মগুলি

  • বুধবার মনে করা হয় সিদ্ধিদাতা গণেশের দিন
  • অর্থ  জ্ঞানের দেবতা রূপে পূজিত হন গণেশ
  • পরিবারে সুখ-শান্তি, উপার্জন বৃদ্ধির দেবতা এই গনপতি
  • বুধবারে এই নিয়মগুলি পালন করলে সংসারে বজায় থাকে সুখ সমৃদ্ধি

হিন্দুশাস্ত্র মতে মনে করা হয়, যিনি প্রতিদিন গণেশের স্তোত্র পাঠ করেন, তাঁর সমস্ত বাধা বিপত্তি দূর করা হয়। হিন্দু পুরাণ মতে, ভক্তদের মনবাঞ্ছা পূরণ করতেই শিব-পার্বতী পুত্র মর্তে অবর্তীণ হয়েছিলেন। শুধুমাত্র দেশেই নয় দেশের বাইরেও বিভিন্ন নামে জনপ্রিয় ইনি। বুধবার মনে করা হয় সিদ্ধিদাতা গণেশের দিন। হিন্দু সম্পদ্রায়ে সিদ্ধি, বিঘ্ননাশকারী, অর্থ  জ্ঞানের দেবতা রূপে পূজিত হন গণেশ। মানসিক শক্তি, পরিবারে সুখ-শান্তি, উপার্জন বৃদ্ধির দেবতা এই গনপতি। মনে করা হয় এই দিনে কিছু নিয়ম মেনে চললে জীবনের যাবতীয় বাধা বিঘ্ন কাটিয়ে ওঠা যায় সহজেই। সেই সঙ্গে সংসারে বজায় থাকে সুখ সমৃদ্ধিও। 

আরও পড়ুন- বৈশাখ মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর, দেখে নিন

Latest Videos

পুরাণ মতে, সিদ্ধিদাতা গণেশের পুজো করলেই যে কোনও কাজ সম্পন্ন হয় সঠিকভাবে। এই জন্যই সকল পুজোর আগে গণেশ পুজো করা হয়। সিদ্ধিদাতা গণেশের পুজো করলেই সন্তুষ্ট হন শিব ও উমা। ফলে জীবনের সকল বাধা কেটে যায়। এই জন্য মেনে চলতে হবে শুধু এই নিয়মগুলি। 

আরও পড়ুন- ধনু রাশির আজ আয়ের ভাগ্য ভাল, দেখে নিন আপনার রাশিফল

প্রতি বুধবারে বেলপাতা দিয়ে গণেশ পুজো করুন। জীবনের সকল স্বপ্ন পূরণ হবে। 
রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে প্রতি বুধবারে ১১টি অর্জুণ পাতা দিয়ে সিদ্ধিদাতা গণেশের পুজো করুন। দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন। 
আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে প্রতি বুধবারে গণেশ ঠাকুর-কে নিবেদন করুন ওক পাতা। মনে করা হয় এই পাতা গণেশের অত্যন্ত প্রিয়। বুধবারে গণেশ-কে এই পাতা নিবেদন করলে, সসস্ত আর্থিক বাধা কেটে গিয়ে সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে।
শাস্ত্র মতে, বুধবারে ১১টি অর্জুণ পাতা দিয়ে গণেশ পুজো করলে ঘরে শুভ শক্তির আগমন ঘটে। ফলে সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে।
সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা দেখা দিলে। বেল পাতা প্রতি বুধবারে গণেশ-কে নিবেদন করে পুজো করুন। খুব শীঘ্রই আপনি সন্তান ধারণ করতে পারবেন। 
জীবনের সকল বাধা কাটিয়ে উঠতে প্রতি বুধবারে মেনে চলুন এই নিয়মগুলি, আর জীবন ভরে তুলুন সমৃদ্ধিতে। 

Share this article
click me!

Latest Videos

গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
‘পুলিশ বিজেপি নেতাদের ছবি তুলে মুখ্যমন্ত্রীকে পাঠায়’ মমতাকে তুলোধোনা করলেন সুকান্ত, দেখুন কী বললেন
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today