কেন দোলের আগের দিন পালন করা হয় ন্যাড়া পোড়া, জেনে নিন এর গুরুত্ব

  • কেন পালন করা হয় ন্যাড়া পোড়া
  • দোলের আগের দিন পালিত হয় এই রীতি
  • অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির জয়
  • জেনে নিন এই রীতির গুরুত্ব

পৌরাণিক কাহিনীতে উল্লেখ রয়েছে, অত্যাচারী রাজা হিরণ্যকশিপু প্রজাদের নির্দেশ দিয়েছিলেন ঈশ্বরের আরাধনা না করার। তবে তাঁর ছেলে প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। অত্যাচারী বাবার আদেশ অমান্য করেই তিনি দিনরাত বিষ্ণুর আরাধনা করতেন। হিরণ্যকশিপু সেকথা জানতে পারায় ছেলেকে মৃত্যুদন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি প্রহ্লাদকে তার বোন হোলিকার কোলে বসিয়ে দু'জনের গায়েই আগুন ধরিয়ে দেন। ভগবান বিষ্ণুর বরে প্রাণে রক্ষা পান প্রহ্লাদ। পুড়ে ছাই হন হোলিকা। সেই বিশ্বাস থেকে আজও পালিত হয় ন্যাড়া পোড়া।

আরও পড়ুন- দোলের আগে এই শুভ কাজগুলি করা উচিত নয়, তাহলেই বড় বিপদ

Latest Videos

আরও পড়ুন- ইতিমধ্যেই বৃন্দাবন মেতে উঠেছে হোলিতে, আবিরস্নাত শ্রীকৃষ্ণের জন্মভূমি

ন্যাড়া পোড়া হল আসলে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির জয়। ন্যাড়া পোড়া মানেই হল মন্দের উপর ভালোর জয়ের প্রতীক। সেই হিসাবেই সারা দেশ ভিন্ন ভিন্ন নামে চিহ্নিত হয়ে আসছে যুগ যুগ ধরে। তাই ন্যাড়া পোড়ার পর সবাই সেই ছাই  শরীর ও কপালে ছোঁয়ায়। বিশ্বাস, এতে অশুভ শক্তি ছায়া ফেলতে পারে না জীবনে। ভক্ত প্রহ্লাদ যেমন তাঁর ভক্তি ও ইচ্ছার জোরে প্রতিবার পিতার অত্যাচারের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। তেমনি ন্যাড়া পোড়ার অর্থ, শুভ শক্তির কাছে অশুভকে ধ্বংস করা।

আরও পড়ুন- কোন রঙ আপনার জীবনে বাধা -বিপত্তি কাটাবে, জেনে নিন রাশি অনুযায়ী

হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতি বছর ফাগুন পূর্ণিমা রাতে ন্যাড়া পোড়া হয়। এই বছর ৮ মার্চ রবিবার ন্যাড়া পোড়ার দিন। দোল পালিত হবে ৯ মার্চ সোমবার। এর ঠিক পরের দিন উদযাপিত হবে হোলি ১০ মার্চ। কথিত আছে, হোলির আট দিন আগে ভক্ত প্রহ্লাদের ওপর রাক্ষসরাজ হিরণ্যকশিপু প্রচণ্ড নির্যাতন করেছিলেন। এই সময়কে বলা হয় হোলাষ্টক। কোনও শুভ কাজ এই সময়ে হয় না। ন্যাড়া পোড়া পালন করে সমস্ত অশুভ মুছে তারপর শুরু হয় পূজার্চনা।  

Share this article
click me!

Latest Videos

'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি