এই তিন রাশির আচরণে ভুলেও ভরসা করবেন না, লোকেদের যত্ন নেওয়ার ভান করে এরা

Published : May 02, 2022, 03:07 PM IST
এই তিন রাশির আচরণে ভুলেও ভরসা করবেন না, লোকেদের যত্ন নেওয়ার ভান করে এরা

সংক্ষিপ্ত

রাশি অনুসারে মানসিকতার ও ভাব ধারার পার্থক্য দেখা দেয়। তবে, সকলে যে সম্পূর্ণ ভাবে একে অন্যের থেকে আলাদা তা নয়। কিছু কিছু ক্ষেত্রে মিল দেখা দেয়। আজ রইল তিন রাশির কথা। এই তিনজনের মানসিকতা ও স্বভাবে মিল হয়েছে। এই তিনজনই লোকেদের যত্ন নেওয়ার ভান করে থাকেন। এক ঝলকে দেখে নিন কে কে আছে তালিকায়। 

আমরা প্রত্যেকেই একে অন্যের থেকে আলাদা। কারও সঙ্গে কারও যেমন চেহারায় মিল নেই। তেমনই সম্পূর্ণ মিল হয় না ভাবনাচিন্তা ও মানসিকতার। সকল সঙ্গে সকলে মনের ও মতের ফারাক বিস্তর। জ্যোতিষ মতে, এই সবই হয় রাশির জন্য। রাশি অনুসারে মানসিকতার ও ভাব ধারার পার্থক্য দেখা দেয়। তবে, সকলে যে সম্পূর্ণ ভাবে একে অন্যের থেকে আলাদা তা নয়। কিছু কিছু ক্ষেত্রে মিল দেখা দেয়। আজ রইল তিন রাশির কথা। এই তিনজনের মানসিকতা ও স্বভাবে মিল হয়েছে। এই তিনজনই লোকেদের যত্ন নেওয়ার ভান করে থাকেন। এক ঝলকে দেখে নিন কে কে আছে তালিকায়। 

কুম্ভ রাশি- রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই গ্রহের অধিকর্তা গ্রহ শনি। শনি গ্রহের জাতকরা অবসাদ, নৈরাশ্য, মনের অস্থিরতায় ভোগেন। এই রাশির ছেলে মেয়েরা সব সময় দেখান এরা লোকের খেয়াল রাখার ভান করেন। কাউকে দুঃখ পেতে দেখলে এরা সব সময় সহানুভূতির প্রকাশ করে থাকেন। এরা সম্পর্কের প্রতি নিজেদের যত্নশীল মানসিকতার প্রকাশ করে থাকেন। এই কারণে অনেকে এদের পছন্দ করেন।  

মিথুন রাশি- রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা বুধ। লোকেদের যত্ন নেওয়ার ভান করে এরা। এদের মেধা শক্তি তীক্ষ্ন। এরা অস্থিরমনা ও নরম গরম স্বভাব যুক্ত। এরা কখনও কখনও কৃপন ও কখনও উদার মনের হয়। এরা সম্পর্কের প্রতি যত্নশীল হন। তবে, এরা সব সময় উদার মানসিকতার প্রকাশ করতে চান। লোকেদের যত্ন নেওয়ার ভান করে এরা। মন থেকে যত্ন নেন না, তবে উদার মানসিকতার প্রকাশ করে থাকে। 
 
ধনু রাশি-
রাশি চক্রের নবম রাশি হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ হল বৃহস্পতি। এরা সৎ, পরোপকারী ও আদর্শবাদী স্বভাবের হয়। তবে, এরা লোকেদের যত্ন নেওয়ার ভান করে থাকেন। এরা কাউকে দুঃখ দিতে চান না। সে কারণে সকলের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করেন। সব সম্পর্কের প্রতি এদের যত্নশীল মানসিকতার প্রকাশ করে থাকেন। সে কারণে অনেকের পছন্দের পাত্র হয়ে ওঠেন এরা। তবে এরা সব সময় দেখান এরা লোকের খেয়াল রাখার ভান করেন। তাই এই তিন রাশির আচরণে ভুলেও ভরসা করবেন না, লোকেদের যত্ন নেওয়ার ভান করে এরা। 

আরও পড়ুন- বৃষ, কর্কট, সিংহ রাশির এই মাসে স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত, মে মাসে কোন রাশির স্বাস্থ্যের উপর কেমন

আরও পড়ুন- অক্ষয় তৃতীয়ায় দেবী লক্ষ্মীর কৃপা এই ৪ রাশির উপর বজায় থাকবে, পূরণ হবে প্রতিটি ইচ্ছা

​​​​​​​আরও পড়ুন- বৈশাখ শুক্লা তৃতীয়াকে কেন 'অক্ষয় তৃতীয়া' বলা হয়, কারণটা কি জানেন?
  

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল